খেলা

সেই ধোনির ব্যাটে ভারতের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ৯:১৯ পূর্বাহ্ন

ঐতিহাসিক সাফল্যে শুরু ও শেষ। ভারতের ক্রিকেট ইতিহাসে এবারের অস্ট্রেলিয়া সফর স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর এবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করলো টিম ইন্ডিয়া। আর এই অর্জনের নায়ক সিরিজ সেরা মহেন্দ্র সিং ধোনি। টানা তিন ম্যাচেই অর্ধশতক করে সমালোচকদের জবাব দেন তিনি। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ধোনির ব্যাটিং বীরত্বে ৭ উইকেটের জয় কুড়ায় ভারত। ৪ বল হাতে রেখে ২৩১ রানের টার্গেট টপকে যায় বিরাট কোহলির দল। ফিনিশার ধোনিকে যোগ্য সঙ্গ দেন কেদার যাদব। ১২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন দু’জন। ধোনি ৮৭ ও যাদব ব্যক্তিগত ৬১ রানে অপরাজিত থাকেন। স্বাগতিকদের ২৩০ রানে (৪৮.৪ ওভার) অলআউট করে প্রাথমিক কাজটা সারেন ভারতের বোলাররা। আর সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। বল হাতে ১০ ওভারে ৪২ রান খরচায় একাই ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে এটি যৌথভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড। এতে স্বদেশি পেস তারকা অজিত আগারকারের কীর্তি স্পর্শ করেন চাহাল। ২০০৪ সালে মেলবোর্নে ৪২ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন আগারকার। এর চেয়ে বেশি রান দিয়ে ৬ উইকেটের কৃতিত্ব আছে কেবল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও ইংল্যান্ডের ক্রিস উকসের। গতকাল ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত। একই ব্যবধানে চার ম্যাচের টেস্ট সিরিজে জয় কুড়ায় সফরকারীরা। এতে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়ে ভারতের ৭১ বছরের অপেক্ষার অবসান ঘটে। অস্ট্রেলিয়ার মাটিতে বেশির ভাগ সময়ই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেয় ভারত। এর আগে একবারই দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে এশিয়ার পরাশক্তিরা। ২০১৬ সালে পাঁচ ম্যাচের সিরিজটিতে ৪-১ ব্যবধানে হারের অভিজ্ঞতা নেয় সে সময়ের অধিনায়ক ধোনির ভারত। গত বছর ওয়ানডেতে একটি ফিফটিও করতে পারেননি ৩৭ বছর বয়সী ধোনি। আর বিশ্বকাপের বছর ২০১৯ সাল শুরু করলেন টানা তিন ম্যাচে ফিফটি দিয়ে। প্রথম ওয়ানডেতে দল হারলেও ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ধোনি। নাম লেখান শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির পাশে। আর দলকে সিরিজ জেতানোর ম্যাচে ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করেন ধোনি। এই কীর্তি রয়েছে টেন্ডুলকার, কোহলি ও রোহিত শর্মার। জয়ের লক্ষ্যে শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল ২৭ রান। মার্কাস স্টইনিস ও পিটার সিডলের করা ৪৮ ও ৪৯তম ওভারেই ২৬ রান তোলেন ধোনি ও কেদার যাদব। ২০১০ সালের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরা সিডল পুরো সিরিজেই ব্যর্থ। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা রোহিত শর্মা ৯ রান করে আউট হন। শিখর ধাওয়ান করেন ২৩ রান। সমতায় ফেরার ম্যাচে সেঞ্চুরি পাওয়া কোহলির ব্যাট থেকে আসে ৪৬ রান। প্রথম ওয়ানডেতে ৫১ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে ৫৫ রানে অপরাজিত থেকে ফিনিশিং টানেন ধোনি। ওয়ানডেতে ধোনি এবারই প্রথম টানা দুই ম্যাচের বেশি ফিফটি করেননি। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানে অপরাজিত থাকার আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৯৪ ও ৫৩ রানের ইনিংস। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচে ধোনির রান ৬৯, ৭৮, ৫০, ৮৭*। এর তিন বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে (৫৬, ৫০, ৭৯*) ফিফটি করেন ধোনি। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে যথাক্রমে ২৮৮ ও ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। সিরিজ নির্ধারণী ম্যাচে দলীয় পুঁজিই ব্যবধান গড়ে দেয়। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান কোহলি। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। ব্যক্তিগত ৩৯ রানে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শন মার্শ। টানা তিন ম্যাচেই ভুবনেশ্বর কুমারের শিকার অফফর্মে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ (১৪)। উসমান খাজা ৩৪ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৬ রান করেন। চাহালের স্পিন ঘূর্ণির সঙ্গে ২টি করে উইকেট নেন পেসার ভুবনেশ্বর ও মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়া সফর শেষে এবার ভারতের মিশন নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আর নিজ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় ওয়ানডে
টস: ভারত (ফিল্ডিং)
অস্ট্রেলিয়া: ৪৮.৪ ওভার, ২৩০ (হ্যান্ডসকম্ব ৫৮, শন মার্শ ৩৯, খাজা ৩৪, চাহাল ৬/৪২, ভুবনেশ্বর ২/২৮, শামি ২/৪৭)
ভারত: ৪৯.২ ওভার, ২৩৪/৩ (ধোনি ৮৭*, কেদার যাদব ৬১*, কোহলি ৪৬, ঝাই রিচার্ডসন ১/২৭, সিডল ১/৫৬, স্টইনিস ১/৬০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: যুজবেন্দ্র চাহাল
সিরিজ সেরা: মহেন্দ্র সিং ধোনি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status