বিনোদন

আমি কোনো ভুল করতে চাইনি: সালমা

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ৭:৩৮ পূর্বাহ্ন

অনেক তারকার মতো বিয়ে নিয়ে অনেকটা লুকোচুরি খেলাই খেললেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। কারণ, নিজের জন্মদিনে তিনি ঘোষণা দিয়েছিলেন পরিবারের পছন্দে বিয়ে করবেন খুব শিগগির। তার ঠিক দুদিনের মাথায় বৃহস্পতিবার রাতে তিনি জানালেন, বিয়ে করে ফেলেছেন। তাও আবার ১৬ দিন পর তিনি বিয়ের ঘোষণা দিলেন। সালমা বিয়ে করেছেন গত বছরের ৩১শে ডিসেম্বর। মিডিয়াকে না জানিয়েই বিয়েটা সারেন তিনি। তবে পারিবারিকভাবে বিয়ে করেছেন বলে জানিয়েছেন সালমা। পাত্র ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগর। পেশায় তিনি আইনজীবী। লন্ডনে বার অ্যাট ল’ করছেন। কিন্তু বিয়ে নিয়ে এমন লুকোচুরি কেন? প্রশ্নের উত্তরে সালমা বলেন, আসলে অনেকটা তড়িঘড়ি সিদ্ধান্তেই বিয়েটা হয়। আর আমি চাইনি আমার বিয়েতে কোনো বাধা আসুক। কারণ, আপনারা জানেন অনেক যুদ্ধ করে আমি আজকের অবস্থানে এসেছি। আমি কোনো ভুল করতে চাইনি কিংবা ভুলের শিকার হতে চাইনি। এ কারণেই আসলে বিষয়টি পরে প্রকাশ করলাম। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। সালমা বিয়ে নিয়ে আরো বলেন, এটা কিন্তু প্রেমের বিয়ে নয়, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে হয়েছে আমাদের। আমার বাসায়ই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পর তার স্বামী লন্ডন চলে যান। বার অ্যাট ল’ শেষ করতে তার স্বামীর আরো মাস চারেক লাগবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, আমার স্বামী দেশে ফিরলে বিয়ে পরবর্তী সংবর্ধনার আয়োজন করবো, তখন সবার দোয়া নেব। নিজের নতুন জীবন শুরু সম্পর্কে সালমা বলেন, একসঙ্গে থাকতে হলে দু’জনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ দরকার। এসবের সমন্বয় হলে দাম্পত্য জীবন সুখের হয়। সেদিক থেকে সাগরের মধ্যে সবই আমি পেয়েছি। কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ছিলেন। এরপর নিজের মৌলিক গানের মাধ্যমেও শ্রোতাপ্রিয়তা পান তিনি। ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন তিনি। শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালে ১লা জানুয়ারি তাদের সংসারে এক কন্যাসন্তান জন্ম নেয়। তার নাম স্নেহা। কিন্তু সাংসারিক দ্বন্দ্বের জের ধরে ২০১৬ সালের ২০শে নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status