অনলাইন

কারাগারে মাদক মামালার আসামির মৃত্যু

ফেনী প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ১২:১২ অপরাহ্ন

ফেনী জেলা কারাগারে মোহাম্মদ আলী উল্লাহ ভূঁইয়া (৪৮) নামে এক হাজতী’র (৩৯৮৯/২০১৮) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ফেনী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মোহাম্মদ আলী উল্লাহ ভূঁইয়া ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব হরিপুর গ্রামের আজিজুল হক ভূইয়ার ছেলে। সে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত বছরের ২৫শে ফেব্রুয়ারি থেকে ফেনী কারাগারে বন্দি ছিলো।
ফেনী কারাগারের জেলার মো. দিদারুল আলম জানায়, গত বছরের ২৫শে ফেব্রুয়ারি মোহাম্মদ আলী উল্লাহ ভূঁইয়া মাদক মামলায় (জিআর-১০৫/২০১৮ ফেনী মডেল থানার মামলা নং-৪০ তারিখ:২৫/০২/২০১৮, ধারা: ১৯৯০ সনের মাদক নিয়ন্ত্রন আইনের (সংশোধনী/ ০৪) এর ৯/খ) গ্রেপ্তার হয়ে ফেনী জেলা কারাগারে বন্দি ছিলো।
কারাগারে থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ্য ছিলেন। ইতোপূর্বে তিনি কুমিল্লা কারাগারে তত্বাবধানে কুমিল্লøা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার কেরানীগঞ্জ কারাগারের তত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২২ নভেম্বর চিকিৎসা শেষে ফেনী জেলা কারাগারে ফিরে। এর পর আবার অসুস্থ হলে তাকে কারাগারের ভেতরের হাসপাতালে চিকিৎসা দেয়া হতো।
শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভুত হলে কারাকর্তৃপক্ষ তাকে কারাগার হাসপাতাল থেকে ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের জানান, লাশের ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status