বিনোদন

আলাপন

‘ইন্দ্রনীল আমাকে কাজে অনেক সহযোগিতা করছেন’

কামরুজ্জামান মিলু

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ১০:০৪ পূর্বাহ্ন

অনেকদিন মডেলিং এর পাশাপাশি ছোটপর্দায় অভিনয় করে পরিচিতি পান নাজিরা মৌ। দীর্ঘদিন হেঁটেছেন র‌্যাম্পে। এরপর ছোট পর্দায়। তারপর মডেলিং এর কোরিওগ্রাফিও করেছেন। এছাড়া অনেক বড় বড় ব্র্যান্ডের ফটোশুটের স্টাইলিং এর কাজও করেছেন। দেখা গিয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও। করেছেন উপস্থাপনাও। তবে গত বছরের শেষদিকে এসেছেন ভিন্ন পরিচয়ে। প্রথমবারের মতো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেন তিনি। তাও আবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে অভিনয় করছেন মৌ। এরইমধ্যে ছবির বেশিরভাগ অংশের কাজ শেষ করেছেন বলে জানালেন এ অভিনেত্রী। তিনি মানবজমিনকে বলেন, দারুণ একটি গল্প ‘নন্দিনী’। ছবিটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল। বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মাণ হচ্ছে এটি। আমি ছবির নাম ভূমিকায় অভিনয় করছি। ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড। গত বছরের সেপ্টেম্বরে এ ছবির কাজ শুরু হয়েছে। অনেকদিন টিভি নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে কেন এত দেরীতে কাজ করলেন মৌ? এর আগেও চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এর আগেও এফডিসির কমার্শিয়াল ধারার বেশকিছু ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলাম। তবে সেসব ছবিতে আমি কাজ করিনি। আমার পছন্দমতো গল্প পেয়েছি বলেই এ ছবিতে অভিনয় করছি। আর ‘নন্দিনী’ ছবির নায়ক ইন্দ্রনীল আমাকে কাজে অনেক সহযোগিতা করছেন। তিনি খুবই ভালো একজন মানুষ। সেসঙ্গে ভালো একজন অভিনেতা এবং কো-আর্টিস্ট হিসেবেও দারুণ। শুটিং করতে গিয়ে তিনি একেকটা সিকোয়েন্স ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন। আমরা রিহার্সেল করে কাজটি করেছি। তাই শুটিং করতে গিয়ে সহজ হচ্ছে। দুটি গানের শুটিংও এরমধ্যে করেছি আমরা। তামজীদ রহমান এই ছবির চিত্রনাট্য করেছেন। কাজটি করে বেশ ভালো লাগছে। মৌ ও ইন্দ্রনীল ছাড়া ‘নন্দিনী’ ছবিতে ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ অনেকে অভিনয় করছেন। এ ছবির কাজ নিয়ে নাজিরা মৌ আরো বলেন, প্রথম দিনের দৃশ্যের কথা আজও মনে পড়ে। প্রথম দৃশ্য ছিল যে, ইন্দ্রনীল আমাকে প্রস্তাব দিবে। পুরো আড়াই মিনিটের দৃশ্যটি আধা ঘন্টা ধরে রিহার্সেল করা হয়। এরপর পুরোটা গাড়িতে বসে মুখস্থ করে শটটা দিয়েছি। খুব ভালো হয়েছিল শটটি। শুধুই কি চলচ্চিত্রে অভিনয় করবেন এখন? এ প্রশ্নের জবাবে মৌ বলেন, না। ছোটপর্দার জন্য খন্ড নাটক ও টিভি ধারাবাহিকে কাজ করছি। আমি ছোটপর্দার কাজ ছেড়ে দেইনি। বর্তমানে আমার অভিনীত বেশকিছু টিভি ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। এরমধ্যে রয়েছে পরিচালক ফরিদুল হাসানের ‘লাকি থার্টিন’ ও এস এম শাহীনের ‘সোনাভান’। বগুড়ার আঞ্চলিক ভাষায় ‘সোনাভান’ নাটকটি প্রচারের পর দর্শকদের বেশ সাড়াও পাচ্ছি। এছাড়া আকাশ রঞ্জনের ‘রসের হাঁড়ি’ও প্রচার হচ্ছে। এদিকে ‘হাফ মেন্টাল’ ও ‘মাত্র পাঁচ কোটি টাকা’ নামে দুটি খন্ড নাটকে অভিনয় করলাম। পরিচালনা করেছেন অঞ্জন আইচ। আর মোহাম্মদ খোকন আঙ্কেলের ‘মহুয়া’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করব অচিরেই। বেছে বেছে ভালো কাজ করতে চান নাজিরা মৌ। অল্প কাজে খুশি তিনি। বেশি তাড়াহুড়া  নেই তার। আর শোবিজে ভালো কাজ দিয়ে সামনের পথটা পারি দিতে চান বলে জানালেন এই মডেল-অভিনেত্রী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status