শেষের পাতা

সালমান এফ রহমানকে উপদেষ্টা করায় প্রধানমন্ত্রীকে এফবিসিসিআই ও ঔষধ শিল্প সমিতির অভিনন্দন

অর্থনৈতিক রিপোর্টার

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৫৫ পূর্বাহ্ন

সালমান এফ রহমান এমপিকে উপদেষ্টা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ এই সংগঠন দুটি। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান।

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প ও বাণিজ্য গোষ্ঠী বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। এফবিসিসিআই’র সভাপতিও ছিলেন তিনি। এবারের নির্বাচনে ঢাকা-১ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা নিয়োগ দেয়ায় এফবিসিসিআই নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার মাধ্যমে সরকারের সঙ্গে দেশের বেসরকারি খাতের যোগাযোগ আরো নিবিড় ও কার্যকর হবে বলে এফবিসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে। শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন দেশের চলমান উন্নয়নের ধারাকে আরো বেগবান ও শক্তিশালী করবে বলে এফবিসিসিআই নেতৃবৃন্দ আন্তরিকভাবে আশাবাদী। বিবৃতিতে বাংলাদেশের উন্নয়নে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারি খাতকে সম্পৃক্ত রাখায় সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে এফবিসিসিআই।

এদিকে সালমান এফ রহমান এমপিকে উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ঔষধ শিল্প সমিতি জানায়, বাংলাদেশের শিল্প-ব্যবসায়-বাণিজ্যে আধুনিকতার কাণ্ডারি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এমপিকে উক্ত পদে নিয়োগ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও জাদুকরী নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নে গতি, জাতীয় অর্থনীতির উন্নয়ন ও সমৃদ্ধির যে অভিযাত্রা চলছে তা আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশের ঔষধ শিল্প বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status