খেলা

বিপিএল মাতাতে সিলেটে ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরে নিজেদের হারিয়ে খুঁজছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সমর্থকদের জন্য সুখবর, রংপুরের হয়ে বিপিএল মাতাতে এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। বিপিএলের সিলেট পর্বেই দেখা যাবে তাকে। গতকাল সকালে ঢাকায় পৌঁছে হেলিকপ্টারে সিলেটে উড়াল দেন ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজ ‘ব্যাটিং দানব’ ক্রিস গেইল আগে থেকেই আছেন। এবার মাশরাফি বিন মুর্তজার দলে যোগ দিলেন টি-টোয়েন্টির এই মেগাস্টার। প্রথমবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে নামছেন ডি ভিলিয়ার্স। রংপুরের হয়ে খেলতে ঢাকায় পৌঁছান দক্ষিণ আফ্রিকার পেস তারকা ওয়েইন পারনেলও। নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে এবার ছেড়ে দেয়ায় হতাশ হয়েছিলেন রংপুর সমর্থকরা। ডি ভিলিয়ার্সকে দলে ভিড়িয়ে সমর্থকদের সেই হতাশা কাটিয়েছে রংপুর। এখন মাঠের সব দিকে শট খেলায় দক্ষ ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান খ্যাত ডি ভিলিয়ার্সের জাদু দেখার অপেক্ষা। আর টানা দুই ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। আগামীকাল সিলেট পর্বের শেষ দিনে রংপুরের হয়ে খেলার কথা ডি ভিলিয়ার্সের। এর আগে বুধবার সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২৭ রানে হার দেখে মাশরাফিবাহিনী। লিটন দাস ও ডেভিড ওয়ার্নারের ঝড়ো ফিফটিতে সিলেট সিক্সার্সের দেয়া ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬০ রান করতে সমর্থ হয় রংপুর। রংপুর রাইডার্স ৬ ম্যাচ খেলার পর পূর্ব নির্ধারিত সময়েই চলে এলেন ডি ভিলিয়ার্স। শুরুর ৬ ম্যাচের ৪টিতে হার দেখেছে শিরোপাধারীরা। টানা তিন ম্যাচে হার নিয়ে ৭ দলের পয়েন্ট তালিকায় রংপুর রাইডার্সের অবস্থান পঞ্চম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status