বাংলারজমিন

৬ মাসের মধ্যে বাণিজ্য খাতের উন্নয়ন দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৪০ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর মন্ত্রিত্ব পেয়েই রংপুর-৪ পীরগাছা-কাউনিয়া আসনের ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল সকাল থেকে রাত অবধি নিজ এলাকা পীরগাছা উপজেলার কল্যাণী, ইটাকুমারী, ছাওলা, কৈকুড়ি, কান্দি, পারুল ও তাম্বুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ছুটে গিয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নিজ সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখতে পেয়ে আনন্দিত পীরগাছাবাসী। এ সময় টিপু মুনশি এমপি রংপুর অঞ্চলের উন্নয়নে জনগণের পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এর আগে বুধবার রাত সাড়ে ৯টায় রংপুর প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বাণিজমন্ত্রী টিপু মুনশি বলেন, আগামী ৬ মাসের মধ্যে দেশে বাণিজ্য খাতের উন্নয়ন দৃশ্যমান হবে। শিল্প-কল-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে রংপুর অঞ্চলসহ দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে আরো ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন রংপুর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করতে। প্রধানমন্ত্রী এ অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে কৃষি ভিত্তিক কল-কারখানা স্থাপন করার নির্দেশ দিয়েছেন। আমি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। টিপু মুনশি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে শুধু ভারতই নয়, ভুটান ও নেপালেরও স্থল পথ রয়েছে। আমরা চেষ্টা করবো ভারতের উত্তরপূর্বাঞ্চল যেটিকে সেভেন সিস্টারস বলে, এই অঞ্চলটি আমাদের উর্বর জায়গা, যেখানে পণ্য রপ্তানি করতে পারি। ইতিমধ্যে আমাদের দেশের উৎপাদিত সিমেন্ট ও গ্লাস ভারতে রপ্তানি হচ্ছে। এই উত্তরবঙ্গের স্থলবন্দরগুলো ব্যবহার করে শুধু মাত্র রপ্তানি নয়, যেটি আমাদের পণ্যের ক্ষেত্রে উন্নতি করতে পারে সেই সব কাঁচামাল আমদানি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে একটি দ্বি-পাক্ষিক আলোচনা করা হবে। ইতিমধ্যে ভারতীয় ব্যবসায়ীরা একটি চিঠিও আমাকে দিয়েছে। তিনি আরো বলেন, রংপুরের জন্য সবচেয়ে বড় করণীয় হলো কর্মসংস্থান সৃষ্টি করা। চাকরির ব্যবস্থা করতে হলে আমাদের শিল্প-কল-কারখানা স্থাপন করাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে। এর জন্য রংপুর অঞ্চলে গ্যাসও আসার কথা রয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, চারলেন সড়কও হচ্ছে। আশাকরি আমরা রংপুর অঞ্চলের জন্য কাজ করতে পারবো। টিপু মুনশি বলেন, আমাদের এখানে যে কৃষি উৎপাদন রয়েছে সেটি দিয়ে কৃষি ভিত্তিক শিল্প-কল-কারখানা স্থাপন করার জন্য কাজ করবো। উত্তরাঞ্চলের সঙ্গে ভারত ও অন্যান্য দেশে যোগাযোগের জন্য স্থলবন্দরগুলো রয়েছে। এই স্থলবন্দরগুলো ব্যবহার করে যেসকল শিল্পের কাঁচামাল দেশে এনে উৎপাদন করা যায় তার সম্ভাবনা নিয়ে কাজ করা হবে। এখানকার মানুষের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই, যেন দেশের বাইরে তারা কাজ করতে পারে।
উত্তরাঞ্চলের আলু উৎপাদন নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের একটু অন্যজাতের আলু উৎপাদন করতে হবে। যেটিতে পানির পরিমাণ কম থাকে, রপ্তানিযোগ্য আলু উৎপাদনে যেতে হবে।
এর আগে টিপু মুনশি বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে রংপুর নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। রাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status