খেলা

অশালীন মন্তব্যের জের

ঘর থেকেই বের হচ্ছেন না পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

‘কফি উইথ করণ’ টেলিভিশন অনুষ্ঠান হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের জীবনে এক বিভীষিকার নাম! যদিও এর পুরো দায়টা ভারতীয় দুই ক্রিকেটারেরই। যৌনতা বিষয়ে খোলামেলা মন্তব্য ও নারীর প্রতি অশালীন মন্তব্য করে এরই মধ্যে জাতীয় দলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন পান্ডিয়া ও রাহুল। এই ঘটনা দু’জনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বেশি সমালোচিত হন পান্ডিয়া। আর সামাজিকভাবে এতটাই হেয় প্রতিপন্ন হয়েছেন যে, জনসম্মুখে যেতেই ভয় পাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। অনেকটা গৃহবন্দি বললেও ভুল হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর একবারও ঘরের বাইরে বের হননি পান্ডিয়া। গত মঙ্গলবার ছিল হিন্দু ধর্মাবলম্বীদের ‘মকর সংক্রান্তি’ উৎসব। আর এমন উৎসবের দিনেও ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকেন পান্ডিয়া। পুরোটা দিন কাটান বারোদার বাড়িতেই। পান্ডিয়ার বাবা হিমাংসু বলেন, ‘দেশে ফেরার পর থেকে আমার ছেলে বাড়ির বাইরে বের হয়নি। ঘরে বসে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে দেখেছে। কারো ফোন ধরছে না। শুধু বিশ্রাম নিচ্ছে। গুজরাটে উৎসবের দিন পছন্দের ঘুড়ি ওড়াতেও বের হয়নি সে। আসলে উৎসব উদযাপনের মতো মনমানসিকতাই ছিল না তার।’ চিত্র পরিচালক করণ জোহারের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের র‌্যাপিড ফায়ার রাউন্ডে নিজের প্রথম যৌনক্রিয়ার বিষয়ে মুখ খোলেন পান্ডিয়া। ‘ভার্জিনিটি’ হারানোর দিনে বাবা-মাকে পান্ডিয়া বলেছিলেন, ‘আজ ম্যায় করকে আয়া।’ আরো বলেন, কোনো পার্টিতে গেলে মেয়েদের ‘নড়াচড়া’ লক্ষ্য করেন তিনি। এক পার্টিতে বাবা-মা জিজ্ঞেস করেন কে তার বিশেষ বান্ধবী? হার্দিক নাকি তখন গুনে শেষ করতে পারছিলেন না যে, কার সঙ্গে তার সম্পর্ক ছিল না! অন্যদিকে, রাহুল বলেন ১৮ বছর বয়সে তার ঘরে কনডম পেয়ে তার মা ভয়ানক রেগে গেলেও বাবা পিঠ চাপড়ে দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মন্তব্যকে আপত্তিকর ও নারীদের প্রতি অবমাননাকর বলে সমালোচনার ঝড় বয়ে যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status