খেলা

বার্সার বাঁচা-মরার ম্যাচে লেভান্তের হাতছানি

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪০ পূর্বাহ্ন

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে থেকে ন্যু ক্যাম্পে নামছে বার্সেলোনা। লেভান্তের মাঠে শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার খেসারত দেন বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে। ২-১ গোলে হার দেখে কাতালানরা। দ্বিতীয় লেগের বাঁচা-মরার ম্যাচে ফিরছেন মেসি-সুয়ারেজরা। রাত আড়াইটায় লেভান্তেকে আতিথ্য দেবে বার্সেলোনা। প্রতিযোগিতায় রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা সবশেষ টানা চার মৌসুমেই শিরোপা ঘরে তোলে। আর কোপা দেল রে টুর্নামেন্টে লেভান্তের সেরা সাফল্য ১৯৩৫ আসরের সেমিফাইনাল। এবার তাদের সামনে বার্সেলোনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি। লেভান্তের মাঠে হারলেও মূল্যবান অ্যাওয়ে গোল পায় বার্সা। প্রথম লেগের প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লা লিগা চ্যাম্পিয়নরা। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন ফিলিপ্পে কুটিনহো। ন্যু ক্যাম্পে নামার আগে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হার দেখে লেভান্তে। আর নিজ মাঠে এইবারকে ৩-০ ব্যবধানে হারিয়ে লেভান্তে ম্যাচের প্রস্তুতি নেয় বার্সেলোনা। রোববারের লীগ ম্যাচটিতে জোড়া গোল করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। আর লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। গত মাসেই মেসির হ্যাটট্রিকে লেভান্তেকে তাদের মাঠেই ৫-০ গোলে বিধ্বস্ত করে বার্সা। কোপা দেল রের শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে সেটিরই মধুর প্রতিশোধ নেয় লেভান্তে। প্রতিযোগিতায় এবার চার বছর পর মুখোমুখি হয় দু’দল। শেষবারের অভিজ্ঞতা সুখকর ছিল না লেভান্তের। বার্সেলোনার কাছে ২০১৩-১৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে ৯-২ গোলের অ্যাগ্রিগেটে বিধ্বস্ত হয়েছিল তারা। সবশেষ ২০১৮ সালের জানুয়ারিতে লা লিগা ম্যাচে বার্সেলোনা সফর করেছিল লেভান্তে। সেবার ৩-০ গোলের জয় পায় বার্সা। এই লেভান্তের বিপক্ষেই গত মৌসুমের শেষদিকে তিক্ত অভিজ্ঞতা হয় কাতালানদের। নিজ মাঠে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে লা লিগায় বার্সেলোনার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দেয় লেভান্তে। সে ম্যাচে মেসিকে বিশ্রাম দেয়ার মাশুল গুনেন বার্সার স্প্যানিয়ার্ড কোচ ভালভার্দে। এই মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় বার্সার মাঠে রিয়াল বেতিস, অ্যাথলেটিক বিলবাও ও জিরোনার পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা নিতে পারে লেভান্তে। ন্যু ক্যাম্পে লা লিগা ম্যাচে বার্সার একমাত্র হার রিয়াল বেতিসের বিপক্ষে (৪-৩)। আর ন্যু ক্যাম্প থেকে ড্র নিয়ে ফেরে জিরোনা (২-২) ও বিলবাও (১-১)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status