অনলাইন

হাইকোর্ট মাজারে চুরির ঘটনায় গ্রেপ্তারে সহায়তা চাইলো পুলিশ (ভিডিও)

স্টাফ রিপোর্টার

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:৫৬ পূর্বাহ্ন

হাইকোর্ট মাজারে বিপুল পরিমাণ অর্থ চুরির ঘটনায় গ্রেপ্তারে সহায়তা চেয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে প্রকাশ করার মাধ্যমে এই সহায়তা চাওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, মুখে কালো কাপড় পরে সিন্দুক ভেঙে টাকা চুরি করছেন একজন। চুরির পর গেটের তালা ভাঙেন তিনি। এরপর সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তিকে এই চুরিতে সহযোগিতা করতে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভিডিওচিত্রে প্রদর্শিত ব্যক্তি সম্পর্কে কারো জানা থাকলে ডিএমপিতে যোগাযোগ করতে। এজন্য দুটি মোবাইল নম্বর দেয়া হয়। ০১৭১৩-৩৭৩১২৫ (অফিসার ইনচার্জ শাহবাগ থানা),  ০১৭২১৪৭১৪৬১ (এসআই মো. মনছুর আহম্মেদ)।

এ ব্যাপারে ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার মানবজমিনকে বলেন,  হাইকোর্ট মাজারের চুরির ঘটনায় পুলিশ প্রকৃত চোরকে ধরতে চেষ্টা চালাচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য,  গত বছরের ২২ ডিসেম্বর মসজিদের ভেতরে রাখা ১১টি সিন্দুকের তালা ভেঙে দানের সব টাকা নিয়ে যায় চোরেরা। এছাড়া বৈদেশিক মুদ্রা, স্বর্ণও চুরি যায়। প্রসঙ্গত, ওই সিন্দুকগুলো ১৫-২০ দিন পরপর খোলা হয়। এর মধ্যে একটি সিন্দুক আছে যাতে টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার রাখা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status