বিনোদন

তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এফডিসি

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:০৪ পূর্বাহ্ন

একটা সময় বিএফডিসি মানেই ছিল বাংলা চলচ্চিত্রের শুটিং জোন। প্রতিটা ফ্লোরে বিভিন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন নির্মাতা ও তারকারা। তবে নিয়মিত শুটিং না থাকায় বর্তমানে প্রায়ই সময়ই এফডিসির শুটিং ফ্লোরগুলো ফাঁকা হয়ে পড়ে থাকে। অনেকদিন পর নতুন বছরের শুরুতে নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ছবির শুটিংয়ে অংশ নিতে দেখা যায় আরিফিন শুভ ও পূর্ণিমাকে। অন্যদিকে গত মঙ্গলবার এফডিসিতে ছিল ভিন্ন রকম শুটিং আমেজ। ঢালিউডের  শীর্ষ তারকা শাকিব খান এফডিসির চার নম্বর ফ্লোরে শাহীন সুমন পরিচালিত ছবি ‘একটু প্রেম দরকার’-এর শুটিং করছিলেন। একই দিনে চলচ্চিত্রের আরেক তারকা অপু বিশ্বাসকে এফডিসিতে শুটিং করতে দেখা যায়। তিনি জানান, একটি নারিকেল তেলের বিজ্ঞাপনের শুটিংয়ে তিনি অংশ নিয়েছেন। এটি নির্দেশনা দিচ্ছেন আকাশ আমিন। তবে এটা নিয়ে বিস্তারিত কোনো কিছু তিনি জানাননি। শুধু জানালেন, বিজ্ঞাপনটি দর্শকরা পছন্দ করবেন। এ কাজের বাইরে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির কাজ করছেন তিনি। ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে কাজ করছেন বাপ্পি চৌধুরী। একই দিন এফডিসিতে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবির শুটিংয়ে অংশ নেন আঁচল। তিনি বলেন, অনেকদিন পর এফডিসিতে কাজ করছি। খুব ভালো লাগছে কাজটি করে। বিএফডিসির ৯নং ফ্লোরে আমার এ ছবির কাজ চলছে। এ ছবিতে আঁচলের বাইরে আবির খান, মৌমিতা মৌ ও মুনমুন অভিনয় করছেন। এছাড়া বিএফডিসির কয়েকটি ফ্লোরে চলছে বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান নির্মাণের কাজ। গতকালও এমন জমজমাট ছিল এফডিসি। এদিকে আগামী ২৫শে জানুয়ারি বিএফডিসিতে অনুষ্ঠিত হবে পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন বেশ জমজমাট বিএফডিসি। সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তারকারাও মাঝে মাঝে পরিচালকদের সঙ্গে এসে আড্ডা দিচ্ছেন। এফডিসির ক্যান্টিন, পরিচালক সমিতির পাশের বাগান, আমতলাসহ বিভিন্ন জায়গায় চলছে দিন-রাত আড্ডা। ভোটকে কেন্দ্র করেই চলছে মূলত এই আড্ডা। পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন এবার মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেল। এ ছাড়া মহাসচিব পদে পরিচালক সাফিউদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। একেক প্যানেলে ১৯ জন করে প্রার্থী রয়েছেন। পরিচালক সমিতির মোট ভোটার ৩৬১ জন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই ধরনের জমজমাট দৃশ্য বহুদিন ধরে দেখছেন না নিয়মিত আসা অনেকে। তাদের মতে, চলচ্চিত্রের শুটিংয়ে এফডিসির পরিবেশ তো আসলে এমনই থাকার কথা। এই এলাকা সবসময়ই সিনেমার শুটিংয়ে জমজমাট থাকবে- এমনই প্রত্যাশা নির্মাতা ও প্রযোজকদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status