বিনোদন

মুখ বন্ধ রাখতে বলা হয়েছে সনু নিগমকে

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ৩:৫৮ পূর্বাহ্ন

গায়ক সনু নিগমকে খুনের চক্রান্ত করেছিল দুবৃত্তরা। এখনও তার বিপদ পুরোপুরি কাটেনি। নিজের নিরাপত্তার জন্য তাকে আপাতত মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। গোয়েন্দাদের এই দাবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বছরখানেক আগে ভোরের আজান নিয়ে প্রশ্ন তুলে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের গায়ক সনু নিগম। আজান নিয়ে তিনি বেশ কয়েকটি টুইট করেন। তার বক্তব্য ছিল, মাইকে তারস্বরে চেঁচিয়ে কাউকে প্রার্থনা শুনতে বাধ্য করা উচিত নয়। যারা প্রার্থনা করতে চান, তারা নীরবে করলেই পারেন। এতে শব্দদূষণও হয়।  গোয়েন্দারা মহারাষ্ট্র পুলিশকে জানিয়েছেন, ওই টুইটগুলি দেখে কয়েকটি  জেহাদি সংগঠন সনু নিগমকে খুনের ছক কষেছিল। কয়েকজন স্থানীয় ব্যক্তিও তাদের সাহায্য করত। যদিও তারা শেষপর্যন্ত গায়কের উপর আক্রমণ চালাতে পারেনি। ষড়যন্ত্রের কথা জানাজানি হওয়ার পরেই  সনু নিগমের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাকেও বলা হয়েছে সতর্ক থাকতে। কারণ জঙ্গিরা অতীতে ব্যর্থ হয়েছে বলেই হাল ছেড়ে দেবে এমন কোনও নিশ্চয়তা নেই। আগামী দিনেও তার ওপরে হামলার চেষ্টা করতে পারে তারা। তাই তাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে তথা প্রাক্তন সাংসদ নীলেশ রানে বলেছেন, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরেও একসময় সনু নিগমকে খুনের ষড়যন্ত্র করেছিলেন। বাল ঠাকরে বারবার এই চেষ্টা করেছিলেন। কেন বালাসাহেব গায়ককে খুনের চক্রান্ত করেছিলেন, তা অবশ্য নীলেশ ভেঙে বলেননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status