দেশ বিদেশ

সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস জাপানের, আইটিতে বিনিয়োগে আগ্রহ

কূটনৈতিক রিপোর্টার

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ৯:৫০ পূর্বাহ্ন

 সফররত জাপানের অর্থনৈতিক পুনর্জাগরণ বিষয়ক মন্ত্রী তোশিমিতসু মোটেগি বলেছেন, তার দেশ বাংলাদেশের প্রধান উন্নয়নক্ষেত্র, রূপকল্প-২০২১ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে। ‘বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে জাপান বিনিয়োগে আগ্রহী।’ জাপানের মন্ত্রী তোশিমিতসু মোটেগি গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে  সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তোশিমিতসু মোটেগি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাপান বাংলাদেশের মহান উন্নয়ন সহযোগী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার গোড়া পত্তন করেছিলেন। জাপানের মন্ত্রী সাক্ষাতে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান মেয়াদে বাংলাদেশ এবং জাপানের সম্পর্ক আরো শক্তিশালী হবে। জাপানের মন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, জাপান বাংলাদেশের পুরনো বন্ধু হিসেবে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে। জাপান বাংলাদেশের জন্য উন্নয়নের মডেল। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের অবদানের কথা স্মরণ করেন এবং প্রতিটি গ্রামকে শহরের নাগরিক সুবিধা দিয়ে গড়ে তোলায় তার সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপও তুলে ধরেন। প্রধানমন্ত্রী আইটি পার্কগুলোতে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য জাপানের সহযোগিতার জন্য প্রস্তাব করেন। তিনি বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত  সেবিকা নেয়ার জন্য জাপানের মন্ত্রীর প্রতি আহ্বান জানালে জাপানের মন্ত্রীও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেন। শেখ হাসিনা বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের পুনরুল্লেখ করে বলেন, বাংলাদেশ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জাপানের মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালীন অভিজ্ঞতা বিনিময়কালে বলেন, এই মহান নেতার বিভিন্ন স্মৃতি এবং তথ্যাদি  দেখে তিনি হতবিহ্বল হয়ে পড়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মুখ্য সচিব  মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে ঢাকা সফররত জাপানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী বলেছেন, সামাজিক বাধা মোকাবিলায় ঢাকাকে সহায়তা করতে চায়  টোকিও। পাশাপাশি প্রযুক্তি খাতের ডিজিটাইজেশন কর্মসূচিতেও পাশে থাকতে চায় দেশটি। জাপানের ঢাকা মিশনের এক বার্তায় এই তথ্য জানানো হয়। দুইদিনের সফরে জাপানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী  গত সোমবার দুপুরে ঢাকা আসেন। তোসিমিতু  মোটেজি সফরে ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের  নেতৃত্ব দিচ্ছেন। মিশন জানায়, আগামী দিনে জাপান বাংলাদেশের কোন কোন খাতে বিনিয়োগে গুরুত্ব  দেবে তা চিহ্নিত করতেই মন্ত্রীর এই সফর। বাংলাদেশের উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করতে চায় জাপান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status