দেশ বিদেশ

নারী আসনের জন্য আওয়ামী লীগের ফরম বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ৯:৫০ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন-প্রত্যাশী প্রার্থীদের ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল সকাল ১০টার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ যুব মহিলা লীগের অপু উকিল উপস্থিত ছিলেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এবং পাশের ভবনের দুইটি বুথে মোট আট বিভাগের জন্য ফরম বিতরণ করা হচ্ছে। ৩০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন আগ্রহীরা ফরম সংগ্রহ করছেন।
গতকাল উল্লেখযোগ্যের মধ্যে ফরম তোলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন নাহার ভুঁইয়া, ব্যারিস্টার ওলোরা আফরিন, সাবেক এমপি সারাহ বেগম কবরী, নার্গিস রহমান, খালেদা খানম, শামীম সুলতানা, আসমা আকতার রুনা, বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা, ফরিদুর নাহার লাইলী, নাজমা আক্তার প্রমুখ। এ ছাড়া ফরম কেনেন ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের জয়ের পর ধর্ষণের শিকার পূর্ণিমা রানী শীল। পূর্ণিমাকে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার পার্সোনাল অফিসার পদে নিয়োগ দেন। এ ছাড়া সংরক্ষিত আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপিও। এর আগে গত শনিবার এক বিজ্ঞপ্তিতে ফরম সংগ্রহের আহ্বান জানায় টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগ। ফরম বিতরণ আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত চলবে। আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গত ১লা জানুয়ারি গেজেট হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের। এ হিসেবে আগামী ১লা এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন দাঁড়ায় শূন্য দশমিক ১৬৭টি অর্থাৎ প্রায় প্রতি ছয়টি আসনের জন্য একটি দল ও জোট একজন করে সংরক্ষিত নারী সংরক্ষিত সদস্য পাবে। এ পদ্ধতিতে এবার আওয়ামী লীগ তাদের নির্বাচিত ২৫৭ জন এমপির জন্য প্রায় ৪৩ জন সংরক্ষিত সদস্য পাবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদের এই আসনগুলোর তফসিল আগামী ১৭ই ফেব্রুয়ারি ঘোষণা করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status