দেশ বিদেশ

নৌ-পরিবহনের সাবেক প্রধান প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তার জামিন বাতিল

স্টাফ রিপোর্টার

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ৯:৩৪ পূর্বাহ্ন

ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় নৌ-পরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও সার্ভেয়ার ড. এসএম নাজমুল হক এবং ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক এসএম হেমায়েত উদ্দিনের জামিন বাতিল করে তাদের এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল আফরোজসহ চার কর্মকর্তা ও ঠিকাদারের জামিন হয়নি। তাদের চার সপ্তাহের মধ্যে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল পৃথক মামলায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন্নেছা রত্না। মো. শহীদুল আফরোজের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও এসএম হেমায়েত উদ্দিনের পক্ষে ছিলেন আইনজীবী মো. হাসানুজ্জামান উজ্জ্বল। গত বছরের ১৩ই আগস্ট ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ড. এসএম নাজমুল হককে জামিন দিয়েছিলেন। এর বিরুদ্ধে দুদক রিভিশন আবেদন করলে হাইকোর্ট গত ২২শে অক্টোবর রুল জারি করেন। এই রুল নিষ্পত্তি করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হলো। গত বছরের ১২ই এপ্রিল পাঁচ লাখ টাকা ঘুষসহ প্রকৌশলী এসএম নাজমুল হককে গ্রেপ্তার করেছিল দুদক। ওইদিন শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ মামলা দায়ের করেন। স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক এসএম হেমায়েত উদ্দিনকে ২০১৭ সালের ১১ই অক্টোবর ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালত জামিন দেন। ওই জামিনের বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করলে রুল জারি হয়। এই রুলের নিষ্পত্তি করে তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আট কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক রাম মোহন নাথ দুইজনকে আসামি করে মতিঝিল থানায় ২০১৪ সালের ২০শে অক্টোবর মামলা দায়ের করেছিলেন।
পরে দুদকের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ তদন্ত শেষে হেমায়েত উদ্দিনসহ ৬ জনকে আসামি করে অভিযোগপত্র  দাখিল করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল আফরোজ, নির্বাহী প্রকৌশলী মিহির চাদ দে, সাবেক সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র সরকার, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ব্যবস্থাপক মো. হাসান জহির ও ঠিকাদার ঢাকা ইন্টারন্যাশানাল ট্রেডার্সের মালিক মো. শাহাবুদ্দিন গত ১৩ই জানুয়ারি জামিনের আবেদন করেন। হাইকোর্ট তাদের জামিন আবেদন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দেন।
কক্সবাজার বিমানবন্দরে দরপত্র অনুযায়ী জেনারেটর সরবরাহ না করে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৬০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গত ৬ই জানুয়ারি দুদকের উপ-পরিচালক মুহা. মাহবুবুল আলম কক্সবাজার সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status