বাংলারজমিন

শ্রীমঙ্গলে ফায়ার স্টেশন ভবনে ফাটল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

গতি, সেবা, ত্যাগ এই তিন মূলমন্ত্র ধারণ করে যারা সবসময় অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বিপন্ন মানুষকে মুক্ত করতে জীবনের ঝুঁকি নিয়ে দি লাইফ সেভিং ফোর্স হিসেবে কাজ করেন তারা নিজেরাই এখন জীবনের ঝুঁকির আতঙ্কে সময় পার করছেন। আশির দশকে নির্মিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পুরাতন দোতলা ভবনের বিভিন্ন স্থানে বিপদজনক ফাটল দেখা দেয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে এ আতঙ্ক দেখা দিয়েছে। জনমানুষের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত কর্মীবাহিনীর বসবাসকারী এই ভবনটি বর্তমানে ধসে পড়ার পর্যায়ে পৌঁছেছে। গত ৪০ বছরে এখানে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজও করা হয়নি বলে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ফায়ারম্যান আনোয়ার হোসেন জানান, ভবনের ছাদ, কার্নিশসহ বিভিন্ন অংশে বিপদজনক ফাটল দেখা দিয়েছে। ভবনটি পেছনের দিকে দেবে গেছে। ভবনের কাচের জানালাগুলো একদিকে কাত হয়ে গেছে। এতে তাদের জীবনযাপন এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কর্মচারী ও অন্য ফায়ারম্যানরা জানান, ভবনটির দুরবস্থার কারণে সবসময় শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত থাকেন। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ৪০ বছর আগের নির্মিত ঝুঁকিপুর্ণ এই ভবনটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বললেন, ‘আমরা নিজেরাই ভাই ঝুঁকির মধ্যে বাস করছি। ভূমিকম্প হলে প্রথমে আমিই মরবো। আমি সবসময় মানুষদের উপদেশ দেই ভূমিকম্প হলে এই করবেন সেই করবেন। কিন্তু আমরা নিজেরাই যে কত ঝুঁিকর মধ্যে আছি এটা তো কেউ দেখে না। সংস্কার করে কিছুই হবে না। ভবনটির সবজায়গাজুড়েই বিশাল বিশাল ফাটল। ভগ্নদশা সম্পর্কে আমরা কয়েকবার লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তাতেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই আমরা ভবনটি ব্যবহার করতে বাধ্য হচ্ছি’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status