খেলা

‘একদিনে বিখ্যাত’ আলিসের সব বলই সন্দেহজনক

স্পোর্টস রিপোর্টার

১৩ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:২২ পূর্বাহ্ন

শুক্রবার ঢাকা ডায়নামাইটসের একাদশে ছিলেন আলিস আল ইসলাম নামে এক ক্রিকেটার। তার ম্যাচ জয়ী বোলিংয়ে জয় পায় ঢাকা। তখনই তাকে নিয়ে শুরু হয় নানা কৌতূহল। দলকে জিতিয়ে হিরো হয়ে আসেন সংবাদ সম্মেলনেও। ওই ম্যাচেই পিছু নেয় নতুন বিতর্ক। রাতেই প্রতিপক্ষ দল রংপুর রাইডার্স সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করে এই স্পিনারের বোলিং অ্যাকশন সন্দেহজনক। পরে জানা যায় আম্পায়ারও তার অ্যাকশন নিয়ে সন্দেহ জানিয়ে রিপোর্ট করেছে ম্যাচ রেফারির কাছে। বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘হ্যাঁ, এটি সত্যি যে ও (আলিস) রিপোর্টেট। ওর অ্যাকশন নিয়ে সন্দেহ জানিয়ে রিপোর্ট করেছে আম্পায়াররা। তবে সে বিপিএলে খেলতে পারবে কি পারবে না সেটি এখনো বলতে পারছি না।’ তবে নিয়ম অনুসারে একজন সন্দেহজনক বোলার ১৪ দিন পর্যন্ত খেলতে পারবেন টুর্নামেন্টে। এরপর তাকে অ্যাকশন শুধরে পরীক্ষা দিয়েই খেলায় ফিরতে হবে। আর সেই কারণেই গতকালও তাকে রাখা হয়েছে ঢাকার একাদশে। যা হয়তো পরে আরো বড় বিতর্কের জন্ম দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
অন্যদিকে জানা যায়, আলিসের হ্যাটট্রিক চমকের ওভারের প্রতিটি বলই সন্দেজনক বলে রিপোর্ট করেছেন আম্পায়াররা। এই বিষয়ে রংপুর রাইডার্সের কর্মকর্তা আনোয়ার ইকবাল মিতু বলেন, ‘আমরা তো রাতেই তার বোলিং নিয়ে অভিযোগ করেছি। আর আম্পায়ারদের রিপোর্টের পর আমাদের বিশ্বাসই সত্যি হয়েছে। এখন তাকে খেলানো হবে কিনা সেটি নিয়ে আমি কিছু বলতে পারবো না। বিপিএলে কি নিয়ম আছে তা জানি না।’ এর আগেও আলিস ঘরোয়া ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। চলতি মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেটে আলিস খেলেছেন ওল্ড ডিওএইচএসের হয়ে।  সেখানেও তার অ্যাকশন নিয়ে কথা উঠেছিল। যদিও তার আগের নিষিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হ্যাঁ, এটি সত্যি যে ওর বোলিং অ্যাকশন অবৈধ ছিল সে নিষিদ্ধও হয়েছিল। তবে ও আমাদের এখানে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে তা শোধরানোর কাজ করে। ওর অ্যাকশন শুধরাতে ছিলেন একজন  কোচ। এরপর সে পরীক্ষা দিয়ে পাশ করলে আমরা তাকে ছাড়পত্র দেই।’
অবশ্য পরে জালাল ইউনুস তার এই বক্তব্যও পরিবর্তন করেছেন। তিনি জানিয়েছেন আমি খোঁজখবর নিয়ে জেনেছি, প্রথম বিভাগ ক্রিকেটে ওর অ্যাকশন নিয়ে কোনো আম্পায়ার রিপোর্ট করেনি, তাই ওর অ্যাকশন সংশোধনেরও প্রশ্ন ওঠে না। সবাই তার অ্যাকশন নিয়ে কথা বলায় ওল্ডডিএইচএসের এক কর্মকর্তার সঙ্গে আলিস নিজেই তাদের কাছে গিয়েছিলেন অ্যাকশনে ত্রুটি আছে কি না বোঝার জন্য। পরে বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখে রিভিউ কমিটি আলিসকে জানায়, তার অ্যাকশনে সমস্যা নেই। এমনকি দুসরা করার সময়ও কনুই পনেরো ডিগ্রির বেশি বাঁকা হয় না। ওই সময় আলিসকে হাত ঠিক রাখার কিছু টিপস দেয়া হয়।’
ঘরোয়া ক্রিকেটে চাক বোলারদের শনাক্ত করে তাদের শুধরানোর কাজ করছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। যেখানে একজন বোলার সন্দেহের তালিকাতে আসরে তাকে একজন বিশেষজ্ঞ কোচের সঙ্গে কাজ করার সুযোগ দেয়া হয়। এরপর সে অ্যাকশন শুধরে পরীক্ষা দিয়েই তাকে পাস করতে হয়। তবে যতদিন পর্যন্ত সে তার অ্যাকশন শুধরাতে না পারবে ততোদিন পর্যন্ত তার কাজ করে যেতে হবে সেটি ঠিক করার জন্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status