শেষের পাতা

প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ফেইক আইডি

স্টাফ রিপোর্টার

১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নামে ফেইক ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে নানা রকম বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার করা হচ্ছে। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমরা গত কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল-এর নামে কিছু “ফেইক ফেসবুক অ্যাকাউন্ট/পেইজ” পরিচালিত হচ্ছে এবং সেই পেইজগুলো থেকে নানা রকম বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার করা হচ্ছে। এতে আরো বলা হয়, বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ-এর একটি ভেরিফাইড ফেসবুক পেইজ (https:/www.facebook.com/sajeeb.a.wayed/) শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এর একটি ফেসবুক আইডি (https:/www.facebook.com/radwan.siddiq) অফিসিয়ালি চালু আছে। যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন। একই সঙ্গে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফরমে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউব-এ দলটির অফিসিয়াল পেইজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো-ফেসবুক(https:/ww/w.facebook.com/awamileague.1949/) টুইটার: (https://twitter.com/albd1971), ইউটিউব: (https:www.youtube.com/user/myalbd.) । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণ ও গণমাধ্যমের অবগতির জন্য আমরা আবারো জানাচ্ছি যে, বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারোরই এখনো অফিসিয়াল কোনো ফেসবুক পেইজ চালু হয়নি। এরকম পেইজগুলোর পরিচালক-অ্যাডমিনদের আমরা অনুরোধ করবো পেইজগুলোকে ‘আনঅফিসিয়াল’ হিসেবে ঘোষণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status