বাংলারজমিন

নারায়ণগঞ্জকে যানজট, হকার, ঝুট সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ৯:১৫ পূর্বাহ্ন

 চলতি মাস থেকে নারায়ণগঞ্জকে যানজট, হকার, ঝুটসন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ বিপিএম, পিপিএম (বার)। বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। পুলিশ সুপার হারুণ জানান, নারায়ণগঞ্জে ফুটপাতে হকার ও অবৈধ স্ট্যান্ড বসানো, ভূমি দস্যুতা, ঝুটসন্ত্রাস এবং মাদকের সঙ্গে যদি কোন পুলিশ সদস্য জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, ইতিমধ্যে ভূমি দস্যুদের তালিকায় সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরের নাম এসেছে, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখল করে জোরপূর্বক তাদের উচ্ছেদ ও নির্যাতন করার অভিযোগ এসেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অবৈধ ঝুটসন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য গার্মেন্ট সেক্টরকে তথাকথিত কোনো শ্রমিক নেতা অশান্ত করে তোলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নারায়ণগঞ্জ শহরের কোথাও অবৈধ যানবাহনের স্ট্যান্ড ও হকার বসতে দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। নাগরিক সেবা নিশ্চিত করতে এসব সমস্যা সমাধানের ব্যাপারে পুলিশ সুপার নারায়ণগঞ্জের সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সর্বস্তরের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান। পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার থেকেই নগরীর সব ফুটপাত হকারমুক্ত করতে এবং সড়কগুলোকে যানজটমুক্ত করতে জেলা পুলিশ অভিযান শুরু করেছে। প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমনার সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status