বাংলারজমিন

মণিরামপুরে চাষি উদ্বুদ্ধকরণ সভা ও কৃষি উপকরণ বিতরণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ৮:১৯ পূর্বাহ্ন

মণিরামপুরে কৃষি প্রযুক্তি খামার পরিদর্শন ও চাষি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ লাউড়ি গ্রামে স্থানীয় সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) সমবায় সমিতির উদ্যোগে চাষি উদ্বুদ্ধকরণ সভা উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষি প্রযুক্তি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) এর প্ররিচালক ড. রতন চন্দ্র দে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদ হোসেন শেখ, অতিরিক্ত উপপরিচালক সুশান্ত কুমার তরফদার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোজাম্মেল হোসেন, চাষি মুক্তিযোদ্ধা হেরমত আলী, মাল্টা চাষি আবদুল করিম ও আফজাল হোসেন প্রমুখ। চাষি উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক ড. রতন চন্দ্র দে চাষিদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নসাধ সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষিপ্রধান এদেশকে এগিয়ে নিতে ও কৃষিকে লাভজনক করতে নানা প্রযুক্তি মাঠে সম্প্রসারণ, নতুন জাত, জৈব সার, নিয়মিত মাটি পরীক্ষা ও পরামর্শ গ্রহণের বিকল্প নেই। স্থানীয় কৃষি প্রযুক্তি ক্ষেত পরিদর্শন শেষে নিরাপদ সবজি ও আধুনিক চাষাবাদের লক্ষ্যে বিনা মূল্যে সিআইজি সমবায় সমিতির সদস্যদের অনুকূলে পাওয়ার ট্রিলার, পাওয়ার থ্রেসার, ফুড পাম্প, রিপার, এলএলপিসহ নানা কৃষি উপকরণ তুলে দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status