বিনোদন

চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে যা থাকছে

স্টাফ রিপোর্টার

১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ৭:৫২ পূর্বাহ্ন

তুরস্ক-জর্ডানের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘দ্য গেস্ট’ দিয়ে গত বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পর্দা উঠে ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নয় দিনের এ উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় বেশকিছু চলচ্চিত্র। উৎসবের তৃতীয় দিনেও দর্শক বেশকিছু চলচ্চিত্র বিভিন্ন ভেন্যুতে দেখতে পাবেন। এরমধ্যে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে মেহের আফরোজ শাওন পরিচালিত  ‘বোতল ভূত’ দর্শকরা উপভোগ করতে পারবেন। একই সময়ে আর্জেন্টিনার ‘অল মাই জয়’  দর্শকরা দেখতে পাবেন। এরপর এই ভেন্যুতে ‘অ্যাপেনডিক্স’, ‘রাইজিং সাইলেন্স’, ‘পাওয়ার কি’, ‘আইসোলেশন’, পাবলিক লাইব্রেরিতে কাজখস্তানের চলচ্চিত্র ‘লিটল প্রিন্স অফ আওয়ার সিটি’, কোরিয়ার ‘লিটল ফরেস্ট’, মঙ্গোলিয়ার ‘লাইফ’, বাংলাদেশের ‘নামতা’, ‘টু বি কন্টিনিউড’সহ আরো কিছু ভেন্যুতে নানা ধরনের চলচ্চিত্র দর্শকরা দেখতে পাবেন। ৯ দিনব্যাপী এ উৎসব জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও বেগম সুফিয়া কামাল মিলনায়তন, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status