ভারত

রাম মন্দির নিয়ে মোদীর কথায় হতাশ হিন্দুত্ববাদীরা

কলকাতা প্রতিনিধি

২ জানুয়ারি ২০১৯, বুধবার, ১২:২০ অপরাহ্ন

অযোধ্যার বিতর্কিত ভূমিতে রাম মন্দির নির্মাণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় হতাশ হয়েছেন হিন্দুত্ববাদীরা। সঙ্ঘ পরিবার থেকে তাবৎ হিন্দু সাধু সন্তরার বারে বারে দাবি করেছেন, নির্বাচনের আগেই অযোধ্যায় রাম মন্দির চাই। তার জন্য আইন বা অধ্যাদেশ আনুক মোদী সরকার। সম্প্রতি দিল্লিতে এক সমাবেশ করে সাধু-সন্তরা প্রধানমন্ত্রী মোদীকে একই ধরণের  ‘আদেশ’ দিয়েছেন। কিন্তু মঙ্গলবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, সুপ্রিম কোর্টে মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত সরকার কোনও পদক্ষেপ করবে না। অযোধ্যায় বিতর্কিত জমি মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

এই সপ্তাহেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, যেভাবেই হোক অযোধ্যায় রামমন্দির তৈরি হোক। একই দাবি বিজেপির অতি কট্টরবাদীদেরও। অবিলন্বে মন্দিরের কাজ শুরু করতে অর্ডিন্যান্স জারিরও দাবি তুলেছে তারা। রামমন্দির তৈরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগে শীর্ষ আদালত রায় দিক। তারপরই সরকারের যা কর্তব্য, তা করবে । নির্বাচনের আগে মোদী এ ব্যাপারে হাতিয়ার করেছেন দেশের সংবিধানকে। প্রধানমন্ত্রীর বক্তব্য, আমাদের নির্বাচনী ইস্তেহারে পরিস্কার জানিয়েছিলাম, অযোধ্যা বিতর্কের সমাধান ভারতের সংবিধান মেনেই হবে। এই ইস্যুতে দেশে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী কংগ্রেসকে দায়ী করেছেন মোদী।

তিনি বলেছেন, আদালতে কংগ্রেসের আইনজীবীরা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এগুলো বন্ধ হওয়া উচিত। মোদী এদিন আরও বলেছেন,  বিচারব্যবস্থাকে তার মতো এগিয়ে যেতে দেবার পাশাপাশি দেশে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে কংগ্রেসের আইনজীবীদের উচিত সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানিতে বাধাদান না করা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে রাম মন্দির নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। অথচ চার বছর আগে রামমন্দিরের কথা বলেই বিজেপি ক্ষমতায় এসেছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status