এক্সক্লুসিভ

খন্দকার মুক্তাদির

ধানের শীষ আজ প্রতিবাদের প্রতীক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৯:২৬ পূর্বাহ্ন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন বলেছেন, গত ১০ বছর দেশের মানুষের মনে কোনো শান্তি ছিল না। গ্রামের দরিদ্র কৃষকও সরকারের হামলা-মামলা-গুম থেকে রেহাই পায়নি। ঘরে ঘরে খুঁজে খুঁজে সরকার বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। গতকাল শনিবার সকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লামাকাজি পয়েন্ট, দশগ্রাম বাজার ও ফতেহপুর মাদরাসা বাজারে সিলেট-১ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফতেহপুর মাদরাসা বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান একেএম আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সদর উপজেলার মানুষ আমার আত্মার আত্মীয়। আমার পিতা, সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিককে সদরের মানুষ ভালোবাসতেন। আমাকেও ভালোবেসে নিজেদের হৃদয়ে তারা স্থান করে নেবেন বলে আমি আশাবাদী। তিনি বলেন, ধানের শীষ আজ সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি নাজিম উদ্দিনের পরিচালনায় এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, বশির উদ্দিন মেম্বার, মাওলানা ইমাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ। বিকালে লামাকাজি পয়েন্টে অনুরূপ এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন। সিলেট জেলা বিএনপির সদস্য আমির হোসেনের সভাপতিত্বে এবং কামরান উদ্দিন অপু ও আফজাল হোসেনের যৌথ পরিচালনায় এই সমাবেশে সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপি নেতা শাহজামাল নুরুল হুদা, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ। মোগলাগাঁও ইউনিয়নের দশগ্রাম বাজারে সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মেম্বার। মুহিবুর রহমান পাপ্পু ও আমিনুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান খান, মিজানুর রহমান ময়না প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status