এক্সক্লুসিভ

আসন পুনরুদ্ধারে মরিয়া হাসিনা আহমেদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ নিজের ও স্বামীর হারানো ‘আসন’ পুনরুদ্ধার করতে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের স্ত্রী। হাসিনা আহমেদও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এই দম্পতি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত চারটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবারই বিজয়ী হয়েছেন। এর মধ্যে সালাহউদ্দিন আহমদ তিনবার ও হাসিনা আহমেদ একবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় তারা প্রার্থী হননি। ওই নির্বাচনে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির (এরশাদ) হাজী মোহাম্মদ ইলিয়াছ। সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী থাকাকালে পুরো কক্সবাজারের ব্যাপক উন্নয়ন করেন। সালাহউদ্দিন আহমদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএসের দায়িত্ব পালনকালে সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরে ১৯৯৬ সালে অল্প সময়ের ব্যবধানে দুবার ও ২০০১ সালে একবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময়ে তিনি বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে পাঁচটি ইউনিয়ন (বর্তমানে ৭টি) নিয়ে পেকুয়া উপজেলা প্রতিষ্ঠা করেন। ২০০৮ সালে আইনি জটিলতার কারণে তিনি নির্বাচন করতে পারেননি। পরে তাঁর স্ত্রী হাসিনা আহমেদ নির্র্বাচনের ১৩ দিন আগে ভোটে নেমে এ আসনে বিএনপির জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন। তিনি প্রথমবারের মতো প্রার্থী হিসেবে স্বামীর চেয়ে বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপিকে পরাজিত করে পুরো কক্সবাজারবাসীকে চমক দেখান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৎকালীন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সিআইপির ভোটের ব্যবধান ছিল প্রায় ৩৫ হাজার। স্বামীর পরিবর্তে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তার অসমাপ্ত কাজ চালিয়ে যান। স্বামী-স্ত্রী টানা চার দফায় সংসদ সদস্য থাকাকালে পিছিয়ে থাকা অবহেলিত চকরিয়া-পেকুয়ার ব্যাপক উন্নয়ন করেন। ২০১৫ সালে নিখোঁজ হওয়ার দুই মাস দুই দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে উদ্ধার হন সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘ সময় ধরে মামলার শুনানির পর চলতি বছরের ২৬শে অক্টোবর মামলায় বেকসুর খালাস পান। কিন্তু আইনী জটিলতার কারণে দেশে ফিরতে না পারায় নির্বাচনে অংশ নিতে পারেননি। স্থানীয় নেতাদের অভিমত, তিনি এলাকায় না থাকলেও চকরিয়া-পেকুয়াসহ পুরো কক্সবাজার জেলা বিএনপি তার দিকনির্দেশনায় চলছে। বিএনপি নেতাকর্মীরা জানান, কক্সবাজারের বিএনপির একমাত্র নীতিনির্ধারক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দক্ষিণ চট্টগ্রামে এখনো আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে। তার এই জনপ্রিয়তাকে পুঁজি করে বার বার তিনি ও তার স্ত্রী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির সিনিয়র নেতারা দাবি করেন, চকরিয়া ও পেকুয়ার সাধারণ ভোটার এবার সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে অতীতের চাইতে আরো বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বিজয়ী হবেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ মানবজমিনকে বলেন, ‘দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আমার স্বামী সালাহউদ্দিনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে বর্তমানে এ আসনে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকার দলীয় নেতাকর্মীদের চাপে আমিসহ আমার নেতাকর্মীরা ভোটের মাঠে গণসংযোগে চালাতে পারছি না। তার সঙ্গে সমান তালে বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত হামলা ও মামলার বেড়াজালে আটকে পড়েছেন। এত কিছুর পরও যদি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয় তাহলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status