বিনোদন

একই দিনে বাংলাদেশেও

স্টাফ রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৪:৩৭ পূর্বাহ্ন

হলিউডের দর্শকদের বছর শেষের চমক উপহার দিতে যাচ্ছে ডিসি কমিকস। চমকের নাম ‘অ্যাকুয়াম্যান’। বলা হচ্ছে, জেমস ওয়ান পরিচালিত চলচ্চিত্র ‘অ্যাকুয়াম্যান’-এর মাধ্যমে নতুন করে সাজতে চলেছে ডিসি কমিকস। আগামী ২১শে ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে চলেছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ ছবি। নির্মাণের শুরু থেকেই আলোচনা তৈরি করে ‘অ্যাকুয়াম্যান’। এর বাইরে অন্য একটি কারণও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, তাহলো এ ছবিতেই অভিনয় করছেন গেম অব থ্রোনসখ্যাত তারকা অভিনেতা জেসন মোমোয়া। আর তার সঙ্গে রয়েছেন নিকোল কিডম্যান। সবমিলিয়ে ‘অ্যাকুয়াম্যান’ নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, তা একদমই ফিকে হয়ে যায়নি। গত ২৬শে নভেম্বর লন্ডনে প্রিমিয়ার হওয়ার পর দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পায় ছবিটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। চলচ্চিত্র-বিষয়ক ওয়েবমাধ্যম ‘স্লাশফিল্ম’-এর পিটার সাইরিটা তার প্রতিক্রিয়ায় বলেন, প্রত্যাশার চেয়ে বেশি কিছু ‘অ্যাকুয়াম্যান’। একই সঙ্গে তিনি এ ছবির খলনায়ক ব্ল্যাক মান্টার অভিনয়ের প্রশংসা করেছেন। আবার  কেউ বলেছেন, ‘অ্যাকুয়াম্যান’কে ভালোবেসে ফেলেছি। অবশ্যই এটি ডিসি ইউনিভার্সের এ-যাবৎকালের সেরা ছবিগুলোর একটি। ছবিতে অ্যাকুয়াম্যান চরিত্রের অভিনেতা জেসন মোমোয়া। ১৯৯৮ সালে একজন আন্তর্জাতিক মানের ডিজাইনার তাকেও কোবায়াশি জেসন মোমোয়াকে আবিষ্কার করেন। মডেলিংয়ে নাম লেখান মোমোয়া। ১৯৯৯ সালেই হাওয়াইয়ের ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন এই তারকা। শুরুটা ছিল সেখানেই। ড্র্রামা সিরিজ ‘বেওয়াচ হাওয়াই’-এ অভিনয় করেন তিনি। বয়স তখন মাত্র ১৯ বছর। এরপর একে একে নর্থ শোর, জনসন ফ্যামেলি ভ্যাকেশন, দ্য গেইম, স্টারগেট: আটলান্টিস ইত্যাদি সিরিজে কাজ করেন মোমোয়া। এরপরই তার কাজের ঝুলিতে যুক্ত হয় ‘গেম অব থ্রোনস’। হাকা চরিত্রে অভিনয় করেন এই তারকা। এরই মধ্যে ২০১৪ সালে পরিচালক এবং কো-রাইটার হিসেবে রোড টু পালোমা নামে একটি আমেরিকান ড্রামা ফিল্মে কাজ করেন মোমোয়া। একই বছরে সুগার মাউল্টেইন নামে একটি ডার্ক কমেডি থ্রিলারে যোগ দেন এই তারকা। হাতে আসে ‘রেড রোড’ সিরিজের কাজ। ইতিমধ্যে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করলেও এবার মোমোয়ার হাতে আসতে থাকে বড় বাজেটের কাজ। একে একে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস, ওয়ানস আপন আ টাইম ইন ভেনিস, জাস্টিস লিগ ডিসি কমিকসের বেশ কয়েকটি কাজে দেখা যায় তাকে। আর এবার, পানির নিচের রাজ্য আটলান্টিসের উত্তরাধিকারী হয়ে একক চলচ্চিত্রে আর্থার কারি চরিত্রে দেখা দেবেন মোমোয়া। যেখানে তাকে দেখা যাবে মাটির পৃথিবীর বিরুদ্ধে সমুদ্রের সাতটি রাজ্যকে এক করার কাজ করতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status