শেষের পাতা

সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:২৭ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি প্লাটুনে ২০-৩০ জন বিজিবি সদস্য রয়েছে। মঙ্গলবার সকাল থেকে সারা দেশে বিজিবি তাদের নির্বাচনী টহল শুরু করেছে। বিজিবির জনসংযোগ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে রাজনৈতিক দলসহ সবার শঙ্কা দূর করতেই আগাম মাঠে বিজিবি নামানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুসারে ২২শে ডিসেম্বর বিজিবি মোতায়েনের কথা ছিল। আর ২৪শে ডিসেম্বর মাঠে নামবে সেনাবাহিনী। এ প্রসঙ্গে  রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলসহ অনেকের কাছ থেকে মাঠের পরিবেশ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ আসছে। এজন্য আমরা সকলের শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি। বিজিবি নামালে যদি মাঠের পরিবেশ ঠিক থাকে তাহলে নামাবো না কেন? তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। তবে কত আসনে নামানো হয়েছে তা আমার জানা নেই। যে স্থানে আগে দরকার সেখানে আগে নামানো হবে, আর যেখানে পরে নামালেও চলবে সেখানে পরে নামানো হবে। এর আগে ২২শে ডিসেম্বর থেকে বিজিবি নামানো হতে পারে বলে কমিশন থেকে জানানো হয়েছিল। তাহলে আগে কেন নামানো হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা সবাই আমাদের কাছে অভিযোগ করছেন পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। হামলা হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আগে থেকেই মাঠে বিজিবি নামাবো। আমরা সিদ্ধান্ত নিয়ে বিজিবিকে জানালাম, এরই মধ্যে তারা মাঠে নেমে গেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীসহ সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ মঙ্গলবার থেকে মাঠে নেমেছে। নির্বাচন কমিশনের চাহিদামতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবেন। প্রতিটি প্লাটুনে ২০-৩০ জন বিজিবি সদস্য রয়েছেন বলে জানান মোহসিন রেজা। আর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৪শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত সারা দেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তারা থাকবেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করার জন্য। রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। আর সারা দেশে বিজিবি মোতায়েন থাকবে নির্বাচনের পরেও ইসির প্রয়োজন অনুযায়ী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status