দেশ বিদেশ

গণতন্ত্র এখন বাক্সবন্দি ড. খন্দকার মোশাররফ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৫৪ পূর্বাহ্ন

বিএনপির কাছে দেশের গণতন্ত্র, সংবিধান, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের জানমাল নিরাপদ বলে মন্তব্য করেছেন, কুমিল্লা-১ ও ২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি গত সোমবার সকাল থেকে সন্ধ্যা অবধি কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলার লুটেরচর ও গোবিন্দপুর ইউনিয়নে নদীপথে ইঞ্জিনচালিত নৌকাযোগে (ট্রলার) দিনভর শেখেরগাঁও, লক্ষ্মীপুর, চরবাটেরা, ব্রহ্মণচর, বালুচর, আলীপুর লঞ্চঘাট ও সেননগরে ব্যাপক গণসংযোগকালে বিভিন্ন স্বতঃস্ফূর্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির এই নীতিনির্ধারক নেতা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন দেশের নির্বাচনী ব্যবস্থা, সংবিধান, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানুষের জানমাল, বাক-স্বাধীনতা ও আইনের শাসন অনিরাপদ হয়ে যায়। দেশের মানুষকে কঠিন বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। এসব কিছুই বিএনপির কাছে নিরাপদ। তাইতো দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পায়, তখনই বিপুল ভোটে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেন। ড. মোশাররফ বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। গণতন্ত্র এখন বাক্সবন্দি। গত ১০ বছরে কোন নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষকে বিজয়ী করতে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে সরকার ভীত, অস্থির। তারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের কোণঠাসা করতে প্রতিনিয়ত নানাবিধ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসিকে বার বার বলার পরও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেনি। ফলে দিন যতই যাচ্ছে, নাগরিকদের মধ্যে নানা শঙ্কা ততই বাড়ছে, নির্বাচন সুষ্ঠু হবে কী না? অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দিন দিন ক্ষীণ হচ্ছে। তারা বিরোধী দলশূন্য মাঠ তৈরির কাজে ব্যস্ত। ড. মোশাররফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার জনগণ ভোটকেন্দ্রে যাবে, কেন্দ্র পাহারা দেবে, ভোটের ফলাফল নিয়েই ঘরে ফিরবে। ভোটকেন্দ্রে কোনরকম দুই নম্বরী চিন্তা করলে, জনগণই তার সমুচিত জবাব দেবে। ড. মোশাররফ উন্নয়ন ও শান্তির স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিতে এবং গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। নদীর দুই তীরে দাঁড়িয়ে এবং সভাস্থলে জনগণ তাদের প্রিয় নেতা ড. মোশাররফকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলাদল নেত্রী দিলারা শিরিন, সালাউদ্দিন সরকার, আব্দুল অদুদ মুন্সী, আব্দুল মতিন, সলিম উল্লাহ, শাহাব উদ্দিন ও মিজানুর রহমান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status