দেশ বিদেশ

রংপুরে সহকারী রিটার্নিং অফিসারের প্রত্যাহার চায় জাপা

স্টাফ রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৫১ পূর্বাহ্ন

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছে এমন অভিযোগে রংপুর-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুন-উর-রশিদকে প্রত্যাহার করতে নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে জাতীয় পার্টি। চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী ও দলের সাংগঠনিক দায়িত্বে থাকা রুহুল আমিন হাওলাদার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগে এমন দাবি জানান। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী এসএম ফখর-উজ-জামান গতকাল নিজে কমিশনে গিয়ে এই অভিযোগ জমা দেন। অভিযোগে জানানো হয়, রংপুর-৫ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন উর রশিদকে সমপ্রতি আওয়ামী লীগ প্রার্থী এইচ এন আশিকুর রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এইচ এন আশিকুর রহমানের একান্ত সচিব হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার পক্ষে কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবাধ ও সুষ্ঠু,  গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে জানায় জাতীয় পার্টি। লাঙ্গল প্রতীকের প্রার্থী ফখর উজ্জামান অভিযোগ করেন মামুন আওয়ামী লীগ প্রার্থীর হয়ে নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। এ ছাড়া ভোটগ্রহণের জন্য নৌকার প্রার্থী আশিকুর রহমানের পছন্দের ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এরকম পরিস্থিতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল অনুযায়ী সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুন উর রশিদকে প্রত্যাহার করে নিরপেক্ষ কর্মকর্তাকে নিয়োগের আবেদন করেছেন ফখর উজ জামান। এসব বিষয়ে গত ১৪ই ডিসেম্বর রংপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুন-উর-রশিদকে প্রত্যাহারের জন্য অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে উল্লেখ করেন জাতীয় পার্টির প্রার্থী।
নির্বাচনী প্রচারণায় ভূমি কর্মকর্তা, নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ত্রাস সৃষ্টির অভিযোগ: ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কর্মী-সমর্থকরা এলাকায় ভয়ভীতি দেখাচ্ছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থীর এক নির্বাচনী এজেন্ট। এছাড়া, নিক্সন চৌধুরীর পক্ষে একজন ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন মুহম্মদ সাইফুর রহমান নামের ওই সমর্থক।
সোমবার রাতে নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিত আবেদনে এমন অভিযোগ করেন ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্লাহর নির্বাচনী এজেন্ট মুহম্মদ সাইফুর রহমান। অভিযোগে বলা হয়, কৈঝুড়ি ইউনিয়নের ভূমি কর্মকর্তা (তহশিলদার) শাহাদাত মাতুব্বর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নিক্সন চৌধুরীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গত ১৪ ও ১৫ই ডিসেম্বর এই কর্মকর্তা সদর উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও আওয়ামী লীগের স্থানীয় অফিসে হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর ও নেতাকর্মীদের কুপিয়ে জখম করেন বলেও অভিযোগে জানানো হয়েছ। এতে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগে বলা হয়, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর পক্ষের নেতাকর্মীরা আওয়ামী লীগ কর্মীদের নানাভাবে ভয়ভীতি ও নির্যাতন চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। বিষয়টি এর মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন সাইফুর রহমান। তিনি বলেন, ‘১৫ই ডিসেম্বর সন্ধ্যার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের আওয়ামী লীগের ক্লাব ভাঙচুর করেন তহশিলদার শাহাদাত মাতুব্বর। এ সময় এলাকার উপস্থিত ভোটারদের ভয়ভীতি দেখান তিনি। একপর্যায়ে শাহাদাত মাতুব্বর হুমকি দিয়ে বলেন, সিংহ মার্কায় (নিক্সন চৌধুরীর নির্বাচনী প্রতীক) ভোট না দিলে খবর আছে। কোনো অজুহাতেই নৌকায় ভোট দেয়া যাবে না’। এসব বিষয়ে নির্বাচনী আইন ও সরকারি বিধিবিধান মোতাবেক শাহাদাত মাতুব্বরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ইসি সচিবের হস্তক্ষেপ কামনা করেন নৌকা প্রতীকের নির্বাচনী এজেন্ট মুহম্মদ সাইফুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status