বাংলারজমিন

কুমিল্লা-৩

বিএনপির প্রার্থীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৪২ পূর্বাহ্ন

 কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির প্রার্থী কেএম মজিবুল হক মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ছিলমপুর, মোচাগড়া, যাত্রাপুর, সিংহাড়িয়া, মির্জাপুর, কৃষ্ণপুর, চৈইনপুর, টনকী, চাপিতলা, বাইড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ধানে শীষে ভোট প্রার্থনা করেন। পথসভায় তিনি বলেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে এবার ধানের শীষের হয়ে লড়ছেন কেএম মজিবুল হক। তিনি এই আসনের একাধিকবারের সাংসদ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই। কায়কোবাদ দীর্ঘদিন ধরে  দেশের বাইরে থাকায় এবার নির্বাচন করতে পারছেন না। তবে প্রভাবশালী এই পরিবারের হাতেই রয়েছে ধানের শীষ। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ভূইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। পথসভা চলাকালে কে এম মুজিবুল হক সাংবাদিকদের জানান, সরকার নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও বাস্তবে নৌকার সমর্থকরা অব্যাহতভাবে ধানের শীষের কর্মী- সমর্থক ও এজেন্টদের হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমাকে গণসংযোগে না যেতে হুমকি দেয়া হচ্ছে। তিনি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহবান জানিয়ে ভোটের মাঠের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানান। তিনি আরও জানান, মঙ্গলবার উপজেলার পূর্ব ধইর ইউনিয়নের কোরবানপুর গ্রাম ও বাজারে ব্যানার নৌকার সমর্থকরা ছিঁড়ে ফেলেছে। ওই ইউনিয়নের ধানের শীষের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র নিয়ে হুমকি দেয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status