বাংলারজমিন

আমার পক্ষে কেউ ভোট চাইলেই তাকে মারধর করা হচ্ছে: কামাল ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৪২ পূর্বাহ্ন

 সাবেক মন্ত্রী ফরিদপুর সংসদীয় আসন-৩ এর বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, লেভেল প্লেয়িং বলতে কিছু নেই- খোদ নির্বাচন কমিশনার এ কথা বলেছেন। আর আমার আসনে আমি নির্বাচনের প্রচারণা চালাতে পারছি না। আমার সব নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। আমার পক্ষে কেউ ভোট চাইলেই তাকে মারধর করা হচ্ছে, মামলা দেয়া হচ্ছে। চরমাধবদিয়ায় তাস খেলাকে কেন্দ্র করে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতা মারা গেলে আমার মেয়ে নায়েবা ইউসুফসহ আমার দলের নেতাদের নামে মামলা দেয়া হয়েছে। যাতে আমি প্রচারণা চালাতে না পারি। আমার বাড়ির সামনে মোটরসাইকেলে মহড়া দেয়া হয়। আমার স্ত্রী শহরের পূর্ব খাবাসপুরে ভোট চাইতে গেলে তাকেও শুনতে হয় অনেক কথা। আমি আমার পরিবার রাজনৈতিক দলের বহুবার নির্বাচন করেছি। এটা কেমন নির্বাচন যে আমাকেও গৃহবন্দি অবস্থায় কাটাতে হচ্ছে। তবে ২২ তারিখের দিকে অবস্থার কিছু পরিবর্তন হতে পারে। আর অবস্থার পরিবর্তন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি গতকাল দুপুরে ফরিদপুর নিউ মার্কেটে তার নির্বাচনী প্রচারণা চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি ফরিদপুরের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরেন। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর ব্রিজের নিকট সন্ত্রাসী হামলায় সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আহত সাদ্দাম আলিয়াবাদ ইউনিয়নের ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সে একই ইউনিয়নের বায়তুল আমানের মো. ওহিদুল মিয়ার ছেলে। অপরদিকে গতকাল বিকালে ফরিদপুর ২ আসনের বিএনপি দলীয় প্রার্থী সামা ওবায়েদ তার নিজ বাড়ি লস্করদিয়া হতে বল্লভদি ইউনিয়ন পরিষদের সামনে একটি সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের আগে রাস্তার উপর গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। এ সময় এক ঘণ্টা ধরে সামা ওবায়েদ ও তার সফরসঙ্গীরা আটকা পরে। পরে সামা ওবায়েদের নেতাদের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরে পড়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status