এক্সক্লুসিভ

সুজাত-রেজা একাট্টা

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় কৌশলের চমক দেখালেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া। গতকাল বিকালে পূর্বঘোষণা ছাড়াই তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়ার বাসবভনে গিয়ে উপস্থিত হন। সেখানে উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য দেন। এসময় ক্ষমতাসীন মহাজোটের জাপা মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিকও সেখানে যান। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দেয়। বিএনপি সূত্র জানায়, দলের মনোনয়ন না পাওয়ায় অভিমানে নিষ্ক্রিয় ছিলেন শেখ সুজাত মিয়া।

তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে গতকাল দুপুরে তিনি তার বাসায় উপজেলা বিএনপির বর্ধিত সভা আহবান করেন। এসময় নির্বাচনী প্রক্রিয়া দলের একাধিক নেতাকর্মী ধানের শীষের প্রতীককে বিজয়ী করার কৌশল নিয়ে বক্তব্য দেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে সুজাত মিয়া বলেন, এই মুহূর্তে কৌশলে থাকতে হবে। নির্বাচন পর্যন্ত গ্রেপ্তার এড়িয়ে চলতে হবে। সমাবেশের শেষ পর্যায়ে বিকাল পৌনে পাঁচটায় পূর্বঘোষণা ছাড়াই সেখানে গিয়ে উপস্থিত হন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া।

এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতীক হিসেবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, গ্রেপ্তার এড়াতে কৌশলী প্রচারণায় অংশ নিতে হবে। বর্ধিত সভায় ড. রেজার বক্তব্য দেয়ার শেষ পর্যায়ে সেখানে গিয়ে উপস্থিত হন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য আলহাজ আতিকুর রহমান আতিক। এসময় দুই প্রার্থী কুশল বিনিময় করেন। ড. রেজার আগমনের কিছুক্ষণ পরই সেখানে ক্ষমতাসীন মহাজোটের শরিকদল জাপার প্রার্থীর উপস্থিতি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দেয়। হাসি মুখে পরিস্থিতি সামাল দেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর দু’দফা নির্বাচনী এলাকায় গণসংযোগে মিলিত হয়েছি। এখন থেকে নির্বাচনী এলাকায় থাকার ইচ্ছা রয়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার এড়াতে কৌশলী গণসংযোগের দাবি করেন তিনি।

ইতিমধ্যে নির্বাচনী এলাকায় অর্ধডজন পথসভায় ধানের শীষ প্রতীকে বিজয়ের জন্য প্রচারণা চালানো হয়েছে। বিভিন্ন এলাকায় ধানের শীষে সমর্থনে মাইকিং হচ্ছে। ওদিকে, নির্বাচনী এলাকায় ড. রেজার উপস্থিতির পর থেকেই শহর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা নজরদারি এড়াতে সক্রিয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে। ড. রেজার সমর্থকদের দাবি ধানের শীষের গণজোয়ার ঠেকাতে গায়েবি মামলায় গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। এনিয়ে আতংক বিরাজ করছে। তবে প্রশাসন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদগাজীর তরফ থেকে আতংককে গুজব হিসেবে অভিহিত করা হয়েছে।

নির্বাচনী এলাকাকে সম্প্রীতির জনপদ আখ্যা দিয়ে অপ-প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ঐক্যফ্রন্টের হেভিওয়েট প্রার্থী হিসেবে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া মনোনয়ন না পেয়ে অনেকটা অভিমানে নীরব ছিলেন। গতকাল বর্ধিত সভায় ড. রেজা কিবরিয়ার উপস্থিতি ঐক্যফ্রন্টের প্রচারণায় নতুন মাত্রাযুক্ত করেছে। এনিয়ে নির্বাচনের মাঠে একক ভাবে প্রচরাণায় লিপ্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ নেওয়াজ মিলাদগাজীর সমর্থকদের মধ্যে নতুন সমীকরণ দেখা দিয়েছে। যে কোন মূল্যে বিজয় নিশ্চিত করার নিমিত্তে জাতীয় ঐক্যফ্রন্ট ও ক্ষমতাসীন দল আয়োমী লীগ নতুন করে প্রচারণা ও গণসংযোগের কৌশল নির্ণয় করছে। সিলেট বিভাগের আলোচিত আসনে জমে উঠেছে ভোটের উৎসব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status