বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:২৭ পূর্বাহ্ন

রাজশাহীতে বিদেশি নাগরিকসহ ২
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: রাজশাহীর পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কায় বিদেশি নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপচালক গোলাপ হোসেন (২৬) ও যাত্রী তিউনেশিয়ার নাগরিক আব্বাসী (৪০)। এদের মধ্যে গোলাপ টাঙ্গাইলের মুধুপুর এলাকার হাসান আলীর ছেলে। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, একটি পিকআপ রাজশাহীর দিকে আসার সময় মাছবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মহসড়কের ওপর দাঁড়িয়ে যায়। এ সময় সেঞ্চুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পিকআপকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় পিকআপটি। এতে ঘটনাস্থলে পিকআপের ড্রাইভার গোলাপ মারা যান।

মোটরসাইকেলচালক আরোহী
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-আমতলি মহাসড়কের পক্ষিয়া বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে এক ভাড়াটে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। পটুয়াখালী সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এসআই আবুল বাশার জানান, গতকাল দুর্ঘটনার আগে সাইফুল পটুয়াখালীর চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে গলাচিপার উদ্দেশ্যে রওনা হন। পক্ষিয়া বাসস্ট্যান্ড অতিক্রমকালে সাইফুল নিয়ন্ত্রণ হাড়িয়ে মহাসড়ক লাগোয়া গাছের সঙ্গে ধাক্কায় এ দুঘর্টনা ঘটে। এ সময় সাইফুলের মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

উল্লাপাড়ায় ভ্যানচালক
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মো. বাবুল মিয়া (৩৮) নিহত হন। তিনি নরসিংদী জেলার পলাশ থানার ইছাখালি গ্রামের মো. শামসুল হকের ছেলে। সোমবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাঁচিলা হাজী ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ধামইরহাটে ব্যবসায়ী
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৫০) নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম ধামইরহাট উপজেলার মইশর গ্রামের মছির উদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁওয়ে যুবক
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলে একজন প্রাণ হারিয়েছেন। তার বয়স ২৫ বছর। পরিচয় জানা যায়নি। আহত হয়েছে অন্তত ২০ জন। এদের মধ্যে ১৭ জনকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমূর্ষু দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই দু’জনের মধ্যে একজন ট্রাকচালক। তার নাম লিপন (৪০)।

বোদায় যুবক নিহত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় সড়ক দুর্ঘটনায় মোজাহারুল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে বোদা-পঞ্চগড় মহাসড়কের ভীমপুকুর নামক স্থানে। নিহত মোজাহারুল জেম জুট মিলে সিকিউরিটি গার্ডের চাকরিতে কর্মরত ছিল। প্রতিদিনের ন্যায় সে গতকাল চাকরিতে দায়িত্ব পালন শেষে সাইকেলযোগে বাড়ি আসার পথে ভীমপুকুর নামকে স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগ্রামী নাইট কোচের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। সে উপজেলার বোদা সদর ইউনিয়নের ভেল্লাইপাড়া  গ্রামের তবিবর রহমানের পুত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status