বাংলারজমিন

লালমোহনে শিখন কেন্দ্র উদ্বোধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:২৬ পূর্বাহ্ন

লালমোহনে একযোগে ৩০০ কেন্দ্রে মৌলিক সাক্ষরতা কর্মসূচি (৬৪ জেলা) এর আওতায় শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) এর বাস্তবায়নে সোমবার সকাল ১১টায় উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভায় এসব কেন্দ্র উদ্বোধন হয়। ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফজর আলী দাখিল মাদরাসায় উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল বশার সেলিম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালক জান-ই-আলম হাওলাদার, দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস)-এর নির্বাহী পরিচালক মো. ইউনুছ, লালমোহন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি, ফয়েজউল্যাহ খোকন, ফরহাদ হোসেন মুরাদ, মনিরুল হক মিঠু, আলম মেম্বার প্রমুখ। ৩০০ কেন্দ্রের মধ্যে ১৭ কেন্দ্রে ইউপি চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৩০০ শিখন কেন্দ্রে ১৮ হাজার নারী পুরুষ শিক্ষা গ্রহণ করবে। এজন্য ৬শত জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য মাদুর, বই, খাতা-কলম, চক, সাইনবোর্ড, ব্লাকবোর্ড, হ্যারিকেন, তালা, রেজিস্ট্রার ইত্যাদি বিতরণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status