ইলেকশন কর্নার

প্রচারণায় বাধার অভিযোগ সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. প্রিয়াংকার

শেরপুর প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:২৩ পূর্বাহ্ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি দলীয় নেতা-কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন ও নির্বাচনী প্রচারণায় বাধাসহ নানা অভিযোগ তুলে আবারও সংবাদ সম্মেলন করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি দলীয় দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি মঙ্গলবার দুপুরে শহরের মাধবপুর এলাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আসনে ধানের শীষের বিজয় ঠেকাতে আওয়ামী লীগ প্রার্থীর ইন্ধনে দলীয় নেতা-কর্মীরা বিএনপি দলীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের নানাভাবে হয়রানী করছেন। পুলিশ দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তারসহ নেতা-কর্মীদের ভয়-ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। নির্বাচনী ক্যাম্পে হামলাসহ পোস্টার লাগাতে, মাইক প্রচারে ও গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে। এতে চরম আতঙ্ক সৃষ্টি হওয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এজন্য তিনি গণমানুষের আশা-আকঙ্ক্ষার সঠিক প্রতিফলনের স্বার্থে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ডা. প্রিয়াংকার মা নিলুফা পারভীন, স্বামী ব্যারিস্টার রাহেমিন চৌধুরীসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও নির্বাচনী স্টিয়ারিং কমিটির নেতা হাতেম আলী, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, এসএম শহীদুল ইসলাম, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status