বাংলারজমিন

সিলেটের নির্বাচনী টুকরো খবর

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:০৫ পূর্বাহ্ন

হাতপাখা প্রার্থীর গণসংযোগ
সিলেট ১ আসনে হাতপাখার গণসংযোগে মাও. রেদওয়ানুল হক চৌধুরী রাজু বলেন, একজন সচেতন ভোটার হিসাবে এ নির্বাচনে যোগ্য ও ভালো প্রার্থীকে ভোট দেয়া আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। গতকাল বেলা ১১টা থেকে নগরীর মহাজনপট্টি, জেলরোড, করিমউল্লাহ মার্কেট ও বন্দরবাজারসহ নগরীর বিভিন্নস্থানে হাতপাখার গণসংযোগকালে উপস্থিত জনতার সামনে সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ১ আসনের আহ্বায়ক আলহাজ ইসহাক আহমদ, সমন্বয়কারী মো. শিহাব উদ্দিন, ইসলামী আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মো. জাবেদ আহমদ, সিলেট কোতোয়ালি থানা সভাপতি আনোয়ার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

মহানগর যুবলীগের গণসংযোগ
আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ. কে. আবদুল মোমেনের সমর্থনে প্রতিকূল আবহাওয়ার মধ্যে গণসংযোগ করেছেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি যুবলীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নগরীর হাসান মার্কেট, মধুবনসহ বন্দরবাজারের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে নৌকা প্রতীকে ভোট চান। একই সময়ে বন্দরবাজার করিম উল্লাহ মার্কেট সম্মুখে নৌকা প্রতীকের প্রার্থী ড. এ. কে. আবদুল মোমেনও গণসংযোগ করছিলেন। গণসংযোগের এক পর্যায়ে মহানগর যুবলীগ নেতৃবৃন্দর সঙ্গে দেখা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, শ্রম সম্পাদক জুবের খান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীর, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব বাবলু, আওয়ামী লীগ নেতা বেলাল খান, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী আতাউল্লাহ সাকের, সুবেদুর রহমান মুন্না প্রমুখ।

মাহমুদ-উস সামাদ চৌধুরীর মতবিনিময়
আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে সিলেট-৩ আসনের মহাজোট সমর্থিত প্রার্র্থী মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েছের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সোবহানীঘাটস্থ আল ইসলাহর সিলেট বিভাগীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক আবু সালেহ মো. কুতবুল আলম, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর আল ইসলাহ সভাপতি আলহাজ শাহজাহান মিয়া, সহ-সভাপতি আলহাজ বশির মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা। তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মো. দুলাল আহমদ, সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ ও সহ-সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন, সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আবদুল খালিক রুহিল শাহ, সিলেট পশ্চিম জেলা সভাপতি মো. জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক  শেখ আলী হায়দার, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শেখ মনোয়ার হোসেন, সিলেট জেলা আল ইসলাহ সদস্য মো. কুহিনুর উদ্দিন চৌধুরী, বালাগঞ্জ উপজেলা সভাপতি মো. লুৎফুর রহমান, সহ-সভাপতি মনজুর আহমদ, সহ-সভাপতি ফাতির আহমদ, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. আবদুল মুকিত, অফিস সম্পাদক রেহান আলী, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হালিম, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক মো. শামছুল হক প্রমুখ।

ছাতকে মিজান চৌধুরীর গণসংযোগ
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার তাদের পরাজয় নিশ্চিত জেনে ভয়ে পাগল হয়ে গেছে। দোয়ারা বাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের পেশকারগাও, বোগলা বাজার, লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার, পশ্চিম বাংলাবাজার, গণসংযোগ শেষে বিভিন্ন পথসভা ও মতবিনিময় সভায় মিজানুর রহমান চৌধুরী এ কথাগুলো বলেন। পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জামায়াত ইসলাম, জমিয়তে ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

গোলাপগঞ্জে ফয়সল আহমদ চৌধুরীর পথসভা
সিলেট-৬ আসনে বিএনপিও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র এবং আইনের শাসনকে ধ্বংস করে অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে। সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের উমরগঞ্জ বাজার, কুশিয়ারা এবং খাটখাই বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। শরিফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল বারী শাইনু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাসিরুল হক শাহীন, সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, জেলা বিএনপি নেতা মশফিকুর রহমান মহি, নজরুল ইসলাম, ২০ দলীয় জোট নেতা কামাল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল হক আজিজ। শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি সোহরাব আলী মেম্বারের সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক টুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক গেদাই মিয়া, ইউপি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সহ সভাপতি সেলিম আহমদ, প্রবীণ মুরব্বি আব্দুল হান্নান, আওলাদ মিয় প্রমুখ।

ড. নাসরীন আহমদের গণসংযোগ
সংসদ সদস্য প্রার্থী ইমরান আহমদের সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্য ড. নাসরীন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে সকল দিক থেকেই বাংলাদেশ মাথা উচুঁ করে সম্মানের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ২২৬৩, এর অঙ্গসংগঠনের মহিলা শাখার উদ্যোগে কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সম্মুখে, সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইমরান আহমদ ও নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের মহিলা শাখার সভানেত্রী আফিয়া বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এবং যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ বাদশার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আমজদ, জেলা পরিষদের মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status