অনলাইন

‘সাদা পোষাকে লোকজন কালো মাইক্রোতে তুলে নিয়ে যায় বাবাকে’

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৫:৫৯ পূর্বাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মো. নুরে আলম সিদ্দিকিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, নুরে আলম সিদ্দিকি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে তার পরিবার বলছে, দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের পক্ষে কাজ করছিলেন। সিদ্দিকির ছেলে মো. গোলাম আজম অভিযোগ করেন, আজ সকাল সাড়ে এগারোটার দিকে আমার বাবাকে বাসা থেকে সাদা পোষাকে লোকজন কালো মাইক্রোতে তুলে নিয়ে যায়।

এছাড়া একইদিন খানসামা উপজেলা বিএনপি নেতা ও ঠিকাদার রবিউল আলম তুহিনকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পাকেরহাট থেকে গ্রেফতার করে খানসামা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খানসামা থানা ভারপ্রাাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান।
সোমবার দিবাগত রাত ১ টায় নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির হিলিরডাঙ্গা গ্রাম হতে ধানের শীষের নির্বাচনী কর্মী মোঃ আব্দুল আউয়াল মাস্টার ও পল্লী চিকিৎসক ডা. আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status