অনলাইন

পৃথক দুই মামলায় বিএনপির শতাধিক আসামী

ঝালকাঠি প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ২:৩৮ পূর্বাহ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা ও অফিস ভাংচুরের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এই দুই মামলায় বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয় এর মধ্যে রয়েছেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আমুয়া ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আখতার হোসেন নিজাম মিরবহর। মামলাটি দুটি দায়ের করেন আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ঘোষের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম ও মোঃ ইউসুফ আলী হাওলাদার। ১৭ ও ১৫ই ডিসেম্বর কাঠালিয়া থানায় এ মামলা দুটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ই ডিসেম্বর সকাল ১১টার দিকে ঘোষের হাট আওয়ামীলীগ অফিসে নির্বাচনী কার্যক্রম করা কালে হঠাৎ আসামীরা বে-আইনী জনতাবদ্ধে দাও, লাঠি, লোহার রড, ইট পাটকেল এবং বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত হইয়া একই উদ্দেশ্যে হঠাৎ আওয়ামী লীগ অফিসে হামলা করিয়া আসবাব পত্র দরজা জানালা এবং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করে আহত করে। কাঠালিয়া থানার মামলা নং (০৪)। অপর দিকে গত ১৫ই ডিসেম্বর শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে নৌকা প্রতীকের মিছিল শুরুর প্রস্তুুতিকালে আওয়ামী লীগের কর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপির ১০ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনের নামে কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং (০৭) তারিখ ১৭ই ডিসেম্বর। কাঠালিয়া থানার ওসি তদন্ত মোঃ আব্দুস ছালাম জানান, মামলার বিষয়ে তদন্ত চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status