বিনোদন

আলাপন

‘গতানুগতিক নায়িকা চরিত্রে আমি নেই’

এন আই বুলবুল

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:০০ পূর্বাহ্ন

টিভি নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বাগতা। এবার টিভি নাটকের বাইরে তাকে মঞ্চেও দেখা যাবে। নির্বাচনের পরেই মঞ্চে একটি নাটকের নির্দেশনা দেবেন এই অভিনেত্রী। এরইমধ্যে এটির প্রস্তুতিও নিয়েছেন বলে জানান তিনি। স্বাগতার ভাষ্য, আমাদের পুরোনো একটি নাটকের দল আছে। আনন্দম নাট্যম। এটা আমার বাবার হাতে গড়া। সেটা থেকে বাচ্চাদের একটি মঞ্চ নাটকের নির্দেশনা দিবো। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকটি নিয়ে মঞ্চে আসবো। নির্বাচনের পরপরই মঞ্চে দেখা যাবে এই নাটকটি। প্রথমবারের মতো এমন একটি কাজ করতে যাচ্ছি তাই বেশ প্রস্তুতি নিতে হচ্ছে। এদিকে বিভিন্ন চ্যানেলে স্বাগতা অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। উল্ল্যেখযোগ্য ধারাবাহিকগুলো হলো এনটিভিতে ‘কাগজের ফুল’, আরটিভিতে ‘সেন্টিমেন্টাল সেলিম’, বিটিভিতে ‘লকেট’ ও  দুরন্ত টিভিতে ‘ব তে বন্ধুত্ব’। টিভি নাটকের অভিনয় নিয়ে এই সময়ে পরিকল্পনা কি? এই প্রশ্নের উত্তরে স্বাগতা বলেন, আমি এখন টিভি নাটকে নিয়মিত অভিনয় করছি। কিন্তু গতানুগতিক নায়িকা চরিত্রে আমি নেই। গল্পে নিজেকে তুলে ধরা যাবে এমন চরিত্রেই আমি অভিনয় করছি। শুধু গ্ল্যামারাস নায়িকা চরিত্রে অভিনয় করে তৃপ্তি নেই। আমি মনে করি একজন অভিনেত্রীর বৈচিত্রময় নানা চরিত্রে অভিনয় করা প্রয়োজন। তবেই অভিনয়ের ক্ষুধা মিটবে। বর্তমানে টিভি নাটকে ভালো কাজ হচ্ছে না বলে অনেকে মন্তব্য করেন। বিষয়টি কিভাবে দেখছেন? স্বাগতা বলেন, সব সময় ভালো কাজ হবে এমনটা আশা করা যায় না। আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ডিফরেন্ট চরিত্রে অভিনয় করেছি। আমার মতো অন্য শিল্পীরাও নিশ্চয়ই করছেন। এটি সত্যি, আমাদের এখন যে হারে নাটক নির্মাণ হচ্ছে সে তুলনায় অনেক সময় ভালো নাটকের সংখ্যা কম হয়। এই সময়ে বিশেষ করে ধারাবাহিক নাটকগুলোর দিকে নির্মাতাদের জোর দেওয়া প্রয়োজন। ধারাবাহিকগুলো দর্শকদের তেমন মন জয় করতে পারছে না। একটা সময় ধারাবাহিক নাটক দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকতো। ২০০৭ সালে এই অভিনেত্রীর ‘শত্রু শত্রু খেলা’ ছবিটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। পরবর্তিতে আরো কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে। কিন্তু এই সময়ে চলচ্চিত্রে নেই তিনি। তবে কি চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছেন স্বাগতা? এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রের সঙ্গে আমি মিশে আছি। চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসা আছে এবং থাকবে। সত্যি বলতে, এখন আমার কাছে ভালো চলচ্চিত্রের প্রস্তাব আসছে না। আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। যদি মনের মতো কোনো গল্প,-চরিত্র পাই তাহলে আবারো নতুন চলচ্চিত্রে দর্শক আমাকে পাবে। আমি নাচ-গানের ছবির মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচতি পেয়েছি। এই ধরনের ছবির প্রতি আমার বিশেষ ভালোলাগা রয়েছে। তবে গল্প প্রধান কোনো চলচ্চিত্র যদি হয় তাতেও অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। অভিনয়ের বাইরে এই পর্দাকন্যা নিয়মিত উপস্থাপনাও করছেন। বাংলাভিশনে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘সোনালী দিনের রূপালী গল্প’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এটি প্রতি শনিবার সন্ধ্যায় প্রচার হচ্ছে। অভিনয়ের পাশাপাশি ভালোলাগা থেকেই উপস্থাপনা করেন বলে জানান তিনি। খুব শিগগির একটি বেসরকবারী টিভি চ্যানেলে নতুন আরো একটি অনুষ্ঠান নিয়ে আসবেন বলে জানান স্বাগতা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status