দেশ বিদেশ

নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ১:৫৪ পূর্বাহ্ন

একাদশ জাতীয় নির্বাচন পরিচালনায় ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে গঠিত এ কমিটিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেনÑ দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু ও এডভোকেট আহমদ আযম খান। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেনÑ চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) কামরুল ইসলাম, এএসএম আবদুল হালিম, প্রফেসর তাজমেরী এস ইসলাম, প্রফেসর ড. শাহিদা রফিক, আতাউর রহমান ঢালী, প্রফেসর সুকোমল বড়–য়া, বিজন কান্তি সরকার, এসএম ফজলুল হক, লে. কর্র্নেল (অব.) এমএ লতিফ খান, ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর খালেদ মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি’র আইন সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া, শিক্ষা সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক এমপি নুরুল ইসলাম মনি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ মাজহার হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status