দেশ বিদেশ

বৃষ্টির বাগড়ায় পণ্ড দিনের প্রচারণা

স্টাফ রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৪৯ পূর্বাহ্ন

উত্তাল নির্বাচনের মাঠ। হঠাৎ বৃষ্টি। আর এতেই পণ্ড প্রচারণা। প্রতীক পাওয়ার দিন থেকেই জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা-৪ আসনে মহোজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। একদিন পর থেকে প্রচারণা শুরু করেছেন ওই আসনের বিএনপি’র প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। কিন্তু হঠাৎ বৃষ্টিতে গতকাল পুরোদিনই বন্ধ ছিল তাদের প্রচারণা। তবে সন্ধ্যার পর ধোলাইপাড়, জুরাইন, মীরহাজীরবাগ এলাকায় মহাজোটের পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চেয়েছেন বাবলা। অন্যদিকে শ্যামপুরে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ গণসংযোগ করেছেন। এই সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ছিনতাই, চাঁদাবাজি, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি নেয়া হবে। গণতন্ত্র রক্ষায় ৩০শে ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে নিজের রায় দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক, কল্যাণের প্রতীক ও শান্তির প্রতীক। খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট চাই।
ঐক্যফ্রন্ট অন্ধকার পথে হেঁটে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বাবলা। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাসীর স্থান নেই। মাদকের স্থান নেই। সন্ত্রাস ও মাদকমুক্তির এই ধারা অব্যাহত রাখার জন্য অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসতে মরিয়া। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনে অন্ধকার পথে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে তারা।
প্রতীক পাওয়ার পর থেকে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে দিনভর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনসমূহ। রোববার দুপুরে ছাত্রলীগ বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে বাবলার পক্ষে প্রচার মিছিল করেন। মিছিলটি ধোলাইপাড় থেকে শুরু হয়ে জুরাইন, মীরহাজীরবাগ হয়ে জুরাইন রেলস্টেশন গিয়ে শেষ হয়। একই সময়ে ৫৭ এবং ৫৮ নং ওয়ার্ডে প্রচার মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯ ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৪ আসন। শ্যামপুর, জুরাইন, পোস্তগোলা, কদমতলী এলাকার এ আসনটির মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৯০৮ জন। আসন্ন নির্বাচনে এই আসনটিতে ধানের শীষ ও লাঙ্গলের দুই প্রার্থী ছাড়াও হাতপাখা প্রতীক লড়ছেন সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ, গোলাপ ফুল প্রতীকে মো. আজাদ মাহমুদ, মিনার প্রতীকে শাহ আলম, মশাল প্রতীকে হাবিবুর রহমান শওকত, মাছ প্রতীকে গণফ্রন্টের সহিদুল ইসলাম মোল্লা, আম প্রতীকে সুমন কুমার রায় ও কুলা প্রতীকে লড়ছেন মো. কবির হোসেন। দশম সংসদ নির্বাচনে এই আসনে সৈয়দ আবু হোসেন বাবলা নির্বাচিত হন। এর আগে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সানজিদা খানম বিএনপি’র আবদুল হাইকে পরাজিত করে আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লাকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা বিএনপি’র সালাহউদ্দিন আহমেদকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ সিপিবি’র সাইফুদ্দিন মানিককে পরাজিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status