এক্সক্লুসিভ

ঢাকা-২

নবীন-প্রবীণের হাড্ডাহাড্ডি লড়াই

মো. আলমগীর হোসেন, কেরানীগঞ্জ থেকে

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৩৯ পূর্বাহ্ন

ঢাকা-২ আসনে নবীন-প্রবীণের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, বিএনপির প্রার্থী ব্যারিস্টার ইরফাত ইবনে আমান অমি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হচ্ছেন মাওলানা জহিরুল ইসলাম।
ঢাকা-২ আসনটি কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর ও সাভারের একাংশ নিয়ে গঠিত, কেরানীগঞ্জের ৭টি ইউনিয়ন- হযরতপুর, শাক্তা, বাস্তা, রুহিতপুর, হযরতপুর, কলাতিয়া ও তারানগর। সাভার থানার ৩টি ইউনিয়ন হচ্ছে- ভাকুত্তা, তেঁতুলঝরা ও আমিনবাজার। ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ড নিয়ে ঢাকা-২ আসন গঠিত। ২০০৮ সালের নির্বাচনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। আইনি জটিলতার কারণে কেরানীগঞ্জ থেকে চারবার নির্বাচিত এমপি আমান উল্লাহ আমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এই আসনে নির্বাচন করেন জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান। ২০১৪ সালে অ্যাডভোকেট কামরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হন। তিনি দীর্ঘ ১০ বছর এই আসনের উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উঠান বৈঠক ও বিভিন্ন অনুষ্ঠানে ১০ বছরের উন্নয়নের কথা বলে জনসাধারণের কাছে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। তিনি কেরানীগঞ্জের ইস্পাহানি ডিগ্রি কলেজ ও শাক্তা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন। এছাড়া স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, রাস্তা-ঘাট, ব্রিজ, কালভাট উন্নয়নের কথা নেতাকর্মীদের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দেয়ার কথা বলছেন। সাভারের ৩টি ইউনিয়ন ও কামরাঙ্গীরচরের নির্বাচনী এলাকায়ও তিনি ব্যাপক উন্নয়ন করছেন। তিনি আশাবাদী তার উন্নয়নে ভোটাররা মুগ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। অপর দিকে কেরানীগঞ্জ থেকে চারবার নির্বাচিত মো. আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার মো. ইরফান ইবনে আমান অমি আসন্ন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর এলাকায় গণসংযোগ শুরু করেছেন। প্রতিদিনই তিনি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। তার বাবার দীর্ঘদিনের উন্নয়ন, ২য় বুড়িগঙ্গা সেতু, কোনাখোলা ফায়ার সার্ভিস স্টেশন, হযরতপুর এলাকায় কারিগরি স্কুল, বিভিন্ন এলাকায় গ্যাস বিতরণ, রুহিতপুরের লাকির চর এলাকায় বিসিক শিল্প নগরীসহ স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসার বিভিন্ন উন্নয়নের কথা গণসংযোগে সংক্ষিপ্ত বক্তব্য তিনি তুলে ধরেন এবং কেরানীগঞ্জের ছেলে হিসেবে ধানের শীষ মার্কায় ভোট চান। ব্যারিস্টার ইরফান ইবনে আমান গণসংযোগে কেরানীগঞ্জবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছেন আবার বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জে আবার ঘরে ঘরে গ্যাস বিতরণ করা হবে। রাস্তা ঘাটের উন্নয়ন হবে। আমি বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। আমাকে একদিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের ৫ বছর পাহারা দিয়ে রাখব। কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির সভাপতি মনির হোসেন মিনু জানান সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ জয়ী হবে। খালেদা জিয়া মুক্তি পাবেন। অপরদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব জানান, তাদের উন্নয়নে মুগ্ধ হয়ে সাধারণ মানুষ নৌকা মার্কায় ভোট দেবে। আওয়ামী লীগের উন্নয়ন ধরে রাখতে আবার শেখ হাসিনার সরকারই ক্ষমতায় আসবে। সাধারণ ভোটারা আওয়ামী লীগের শাসন ও বিএনপির শাসনের চুল ছেড়া বিশ্লেষণ করে ভালো প্রার্থীকে ভোট দেবেন। রিকশাওয়ালা আ. কুদ্দুস জানান কেরানীগঞ্জের বিভিন্ন রাস্তায় এই সময় উন্নয়নের কাজ চলছে। তাই ভালোভাবে রিকশা চালাতে পারছেন না। আগের চেয়ে আয়ও কমে গেছে। যে প্রার্থী সৎ ও যোগ্য ও এলাকার উন্নয়ন করবে তাকেই ভোট দিব। চা-দোকানদার আ. করিম জানান ব্যবসা ভালো যাচ্ছে না। আগের চেয়ে বেচাকেনা কমে গেছে। যে সরকারই আসুক আমরা চাই সুখে-শান্তিতে থাকতে, ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করতে। তিনি বলেন, যোগ্য প্রার্থীকেই ভোট দেব। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন এবং নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে নবীন প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান ও প্রবীণ রাজনৈতিক নেতা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের মধ্যে। ৩০শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে এই লড়াইয়ের অবসান ঘটবে।
উল্লেখ্য, ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা-৪,৯৪,৩৩০৬ জন, এর মধ্যে কেরানীগঞ্জে ভোটার সংখ্যা ২,২৩,৮১৭ জন, কামরাঙ্গীরচ এলাকায় ১,৫৬,৮৯২ জন, সাভার এলাকায় ভোটার সংখ্যা ১,১৩,৬২১ জন, মোট কেন্দ্রের সংখ্যা-১৮১টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status