বাংলারজমিন

গোলাপগঞ্জে হাদিস ও ক্বেরাত প্রতিযোগিতা

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ব্যতিক্রর্মী হাদিস ও ক্বেরাত প্রতিযোগিতায় ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা বোঝালেন প্রতিযোগীরা। প্রায় সাড়ে ৩শ প্রতিযোগীর অংশগ্রহণে ৩ দিনব্যাপী দুই পর্বের এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগীদের উৎসাহিত করতে দু’পর্বের ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের মধ্যে নগদ অর্থ পুরস্কার হিসাবে প্রদান করা হয়। আলহাজ শরীফ উদ্দিন শেখের অর্থায়নে সার্বিক সহযোগিতা ছিল পল্লীমঙ্গল সমিতি বাণীগ্রামের। গত ১৪ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামস্থ শেখবিন ইয়ামীন শরীফ হাউজে বৃহত্তর বাণীগ্রাম উলামা পরিষদের পরিচালনায় এ ব্যতিক্রমী হাদিস ও ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দুটি গ্রুপে হাদিস ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নেন সিলেট এদারা বোর্ডের আওতাধীন প্রায় সাড়ে ৩ শতাধিক প্রতিযোগী। বিচারকের দায়িত্বে ছিলেন মাওলানা নাজমুদ্দীন সাহেব শায়খুল হাদিস জামেয়া ওলইতলী কাতিয়া, মাওলানা হাবিবুর রহমান সাহেব শায়খুল হাদিস দারুল কোরআন বানিয়াচং, এবং মাওলানা মুফতি মুশাহিদ আলী কাসেমী সাহেব কর্মদা মাদরাসা মৌলভীবাজার। প্রতিযোগিতায় হাদিস বিভাগের ১ম পুরস্কার ২০, ২য় পুরস্কার ১০ এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। ক্বেরাত প্রতিযোগিতায় ১ম পুরস্কার ৮, ২য় ৪ এবং ৩য় ২ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রত্যেক বিভাগের ৭ জন করে মোট ১৪ জনকে ১ হাজার টাকা করে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status