বাংলারজমিন

কালাইয়ে শিক্ষা উপকরণ বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৫ পূর্বাহ্ন

কালাইয়ে শতভাগ নিরক্ষর মুক্ত করার লক্ষ্যে মৌলিক সাক্ষরতা প্রকল্পে পাঠদান কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার আঁওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক যোগে উপজেলার ৩০০টি সেন্টারে ১৫ থেকে ৪৫ বছরের নারী ও পরুষ মোট ১৮ হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. আফাজ উদ্দিন। জেলা উপমা সমাজ উন্নয়ন সংস্থা আয়োজনে এবং ঢাকা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহযোগিতায় আঁওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শতভাগ নিরক্ষর মুক্তি করার লক্ষ্যে মৌলিক সাক্ষরতা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় জেলা উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মণ্ডল সঞ্চালনায় কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল জন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. আফাজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক এ এইচ এম রবিউল করিম, উপজেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রোগ্রাম অফিসার মো. আহসান হাবীব প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status