খেলা

নতুন উচ্চতায় ‘হ্যাটট্রিকম্যান’ মেসি

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৪ পূর্বাহ্ন

৩-৫-২ ফর্মেশনে একাদশ সাজিয়ে ম্যাচ শুরুর আগেই চমক দেখান বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দে। আর প্রিয় ডান পাশের পজিশন থেকে বাম পাশে খেলে আলো ছড়ান লিওনেল মেসি। রোববার লা লিগায় এক মেসির কাছেই ধরাশায়ী হয় স্বাগতিক লেভান্তে। মেসির রেকর্ডময় ম্যাচে লেভান্তের মাঠে ৫-০ গোলের দাপুটে জয়ে গত মৌসুমের জ্বালা মেটায় কাতালানরা। দুর্দান্ত হ্যাটট্রিক ও বাকি দুই গোলে অ্যাসিস্ট করে জাদুকরি পারফরমেন্স প্রদর্শন করেন বার্সা অধিনায়ক। এর মধ্যদিয়ে বার্সেলোনার জার্সিতে লা লিগায় সবচেয়ে বেশি জয়ের (৩২৩) রেকর্ড গড়েন মেসি। ছাড়িয়ে যান জাভি হার্নান্দেজকে। গত মৌসুমে বার্সার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয় লেভান্তের মাঠেই। লীগে নিজেদের ৩৭তম ম্যাচে ৫-৪ গোলে হেরেছিল কাতালানরা। সে ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। এবার মেসির পায়ের জাদুতেই বিধ্বস্ত হলো লেভান্তে। মেসির পাস থেকে গোল উৎসবের সূচনা করেন লুইস সুয়ারেজ আর শেষ টানেন জেরার্ড পিকে। ম্যাচের ৪৩, ৪৭, ৬০ মিনিটে লা লিগার চলতি মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার)। ম্যাচের ৭৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লেভান্তে। বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির এটি ৪৩তম হ্যাটট্রিক। আর লা লিগায় মেসির (৩১) চেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর (৩৪)। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে প্রথম খেলোয়াড় হিসেবে গোল (১৪) ও অ্যাসিস্টে (১০) দুই অঙ্কের ঘরে পৌঁছান মেসি। আর পঞ্জিকাবর্ষে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫০ গোল হয়ে গেল আর্জেন্টাইন সুপারস্টারের। গত ৯ বছরে ৮ বারই এই কৃতিত্ব দেখান তিনি। লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় মেসির সামনে রয়েছেন রাউল গঞ্জালেস (৩২৭), অ্যান্দোনি জুবিজারেত্তা (৩৩৩) ও ইকার ক্যাসিয়াস (৩৩৪)। লা লিগায় এ নিয়ে টানা ৩০টি অ্যাওয়ে ম্যাচে গোল পেলো বার্সেলোনা। ক্লাব রেকর্ড ৩২ ম্যাচ। পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচ শেষে ৩ পয়েন্টের লিড বর্তমান চ্যাম্পিয়ন বার্সার। ১০ জয়, ৪ ড্র ও ২ হারে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ৩১। চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ (২৯)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status