খেলা

পার্থে পেইন-কোহলির ‘যুদ্ধ’

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৪ পূর্বাহ্ন

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২৮৭ রানের টার্গেটে চাপে ভারত। আর ম্যাচে দুই দলের অধিনায়ক টিম পেইন ও বিরাট কোহলির বাকযুদ্ধ থামাতে আম্পায়ারের হস্তক্ষেপের প্রয়োজন হয়। গতকাল ১১২/৫ সংগ্রহ নিয়ে চতুর্থদিন শেষ করে সিরিজে ১-০তে এগিয়ে থাকা ভারত। জয় থেকে আরো ১৭৫ রান দূরে সফরকারীরা। পেইন ও কোহলির বাকযুদ্ধের সূচনা তৃতীয় দিন থেকেই। গতকালও দুইজনের স্লেজিং অব্যাহত থাকে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩২/৪ সংগ্রহ নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে অবিচ্ছিন্ন থাকে উসমান খাজা ও পেইনের জুটি। আর অজিদের লিড বাড়ার সঙ্গে কোহলির চোখেমুখে ছিল দুশ্চিন্তার ছাপ। দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে কোহলির ধাক্কা লাগে পেইনের। ফের বাকযুদ্ধে লিপ্ত হন দুইজন। আম্পায়ার গ্রিস জ্যাফানি বলেন, ‘যথেষ্ট হয়েছে। তোমরা অধিনায়ক।’ খাজা (৭২) ও পেইনের (৩৭) ৭২ রানের জুটিতে ভর ২৪৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। দশম উইকেট জুটিতে মূল্যবান ৩৬ রান যোগ করেন মিচেল স্টার্ক (১৪) ও জস হ্যাজলউড (১৭*)। ভারতের হয়ে ৬ উইকেটের নৈপুণ্য দেখান পেসার মোহাম্মদ শামি। টার্গেটে নেমে ব্যর্থ হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কোহলি (১৭)। হনুমা বিহারি ২৪ ও ঋষব পন্ত ৯ রানে অপরাজিত থাকেন। ভারতের দুশ্চিন্তার কারণ, টেস্টে গত পাঁচবছরে দুইশ’র বেশি রান তাড়া করে জিততে পারেনি তারা (৪ ড্র, ১২ হার)।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট
টস: অস্ট্রেলিয়া (ব্যাটিং)
অস্ট্রেলিয়া: ৩২৬ ও ২৪৩
ভারত: ২৮৩ ও ৪১ ওভারে ১১২/৫
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status