বাংলারজমিন

আদালতপাড়া বন্দরবাজারে মুক্তাদিরের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৪ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। শহীদ জিয়া থেকে শুরু করে বিএনপির সর্বশেষ শাসনামলেও দেশে গণতান্ত্রিক চর্চা, বাক স্বাধীনতা, জনমতের প্রতি শ্রদ্ধাবোধ সহ সামাজিক মূল্যবোধ সমন্বিত ছিল। কিন্তু গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনা থেকে ক্রমেই দূরে সরিয়ে নিয়ে গেছে, ফলে আওয়ামী লীগও ক্রমেই জনতার কাছ থেকে দূরে গেছে। তিনি সোমবার সকালে নগরীর আদালতপাড়া, বন্দরবাজার ও মহাজনপট্টি এলাকায় ধানের শীষের সমর্থনে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে পৃথক গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন।
আদালতপাড়ায় গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গাফফার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, গণফোরাম সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট আনসার খান, মহানগর বিএনরি সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ হিরা, মহানগর বিএনপির সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ প্রমুখ। বন্দরবাজার ও মহানজনপট্টি এলাকায় গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি, প্রচার সেলের সমন্বকায়কারী কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, পেশাজীবী নেতা সাংবাদিক বদরুদ্দোজা বদর, জেলা সহসভাপতি একেএম তারেক কালাম, মহানগর সহসভাপতি জিয়াউল হক জিয়া ও উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, শ্রমবিষয়ক সম্পাদক সুরমান আলী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status