খেলা

জাতীয় আরচারি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৪ পূর্বাহ্ন

চল্লিশ দলের দেড় শতাধিক আরচারের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা। টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে তিন দিনব্যাপী টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে খেলবেন ১৬৫ জন আরচার। যার মধ্যে রিকার্ভ বিভাগে ৭৮ জন পুরুষ ও ৩৩ জন নারী এবং কম্পাউন্ড বিভাগে ৩৫ জন পুরুষ ও ১৯ জন নারী আরচার রয়েছেন। ১০টি দলে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জসহ ৬০টি পদক দেয়া হবে। পৃষ্ঠপোষকতা করছে গো ফর গোল্ডের সহযোগী প্রতিষ্ঠান তীর। এই টুর্নামেন্ট থেকেই জাতীয় দল গঠন করা হবে। যারা অংশ নেবেন ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) টুর্নামেন্টে। ইতিমধ্যে ২৭টি দেশ নাম নিবন্ধন করেছে ওই টুর্নামেন্টের জন্য। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। এ সময় পৃষ্ঠপোষক সিটি গ্রুপের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ উপস্থিত ছিলেন। চপল বলেন, ‘আইএসএসএফ টুর্নামেন্টের মাধ্যমেই বিশ্ব র‌্যাংকিং গণনা করা হয় আরচারদের। তাই আসরটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বিদেশে বৃত্তির জন্য যাওয়া রোমান সানাকে ঢাকায় আনা হচ্ছে। আইএসএসএফ এখন আর মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। যার ফলে ভারত, নেপাল ও থাইল্যান্ড থেকে সেরা মানের আরচাররা আসছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক টুর্নামেন্টই দেখবেন বাংলাদেশের আরচারি প্রেমিকরা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status