বাংলারজমিন

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে মোমেনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৩ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে সিলেট-১ আসনের মহাজোট সমর্থিত প্রার্র্থী ড. এ কে আব্দুল মোমেন’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৭ই ডিসেম্বর সোমবার সকালে সোবহানীঘাটস্থ আল ইসলাহর বিভাগীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ধর্মের নামে বোমাবাজি, জঙ্গিবাদ প্রতিহতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, দেশ ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সরকারের বিশেষ সুনাম রয়েছে। দেশের শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা থাকবে। সিলেট-১ আসনে মহাজোট সমর্থিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ একটি সুসংঘটিত ও আদর্শবাদী সংগঠন। এ সংগঠনের অবস্থান জঙ্গিবাদ ও উগ্রবাদের বিপক্ষে শান্তির পক্ষে। বিগত ১০ বছরে এদেশে ইসলামি আদর্শ বাস্তবায়ন, ইসলামী শিক্ষা বিস্তার ও নীতিমালা প্রণয়নসহ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারকে আন্তরিক পরামর্শ ও সহযোগিতা করে সুনাম অর্জন করেছে। এসময় ড. মোমেনের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনুর ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আল ইসলাহ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক আবু সালেহ মো. কুতবুল আলম, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর আল ইসলাহ সভাপতি আলহাজ শাহজাহান মিয়া, সহসভাপতি আলহাজ বশির মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সহসাধারণ সম্পাদক মাওলনা আব্দুস সবুর। তালামীয নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মো. দুলাল আহমদ, সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ ও সহ সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status