বাংলারজমিন

ধানের শীষে ভোট চাইলেন মনিস্বপন

রাঙ্গামাটি প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫২ পূর্বাহ্ন

ধানের শীষের পক্ষে পাহাড়ের বাতাস বইতে শুরু করায় ক্ষমতাসীনদের মাথায় গণ্ডগোল শুরু হয়েছে মন্তব্য করে ২৯৯নং রাঙ্গামাটি আসনের ধানের শীষ তথা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেছেন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আগামী ৩০শে ডিসেম্বর ধানের শীষে ভোট আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। সোমবার রাঙামাটির লংগদু উপজেলায় নির্বাচনী প্রচারিভাযানে গিয়ে মনিস্বপন দেওয়ান উপজেলাবাসীর প্রতি এই আহ্বান জানিয়ে বলেন, সারা দেশের ন্যায় পাহাড়ের জনগণও বহু বছর পর তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার একটি সুযোগ পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সন্ত্রাস-চাঁদাবাজ, লুণ্ঠনকারী বাকশালীদের বিদায়ে ব্যালটের মাধ্যমে উচিত জবাব দিতে জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বানে সাড়া দেয়ার আহ্বানও জানান বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। সোমবার দুপুরে লংগদু উপজেলাধীন ভাসাইন্যা আদম ইউনিয়নে নিবাচনী সমাবেশ মনিস্বপন দেওয়ান এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহআলম, জেলা জামায়াতের আমীর আবদুল আলীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বিরসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। সোমবার সকালে লংগদু উপজেলায় নির্বাচনী সফরে গিয়ে ভাসাইন্যা আদম ইউপির কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্থিতি অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভাসাইন্যা আদম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের।


বিএনপির নেতৃবৃন্দ জানান, সোমবার ও মঙ্গলবার এই দু’দিনে পুরো উপজেলায় অন্তত ১০টি নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক করে স্থানীয় জনসাধারণকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status