বিনোদন

অবশেষে

স্টাফ রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৩০ পূর্বাহ্ন

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। ক্যারিয়ারের প্রায় ঊনিশ বছর পার করছেন তিনি। ১৯৯৯ সালে ‘কাজল কালো দিন’ শিরোনামের নাটকের মধ্য দিয়ে ছন্দা ক্যারিয়ার শুরু করেন। এটি প্রচার হয় বাংলাদেশ টেলিভিশনে। এই নাটকে তিনি জুটি বাঁধেন অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে। দীর্ঘ এই সময়ে ছন্দাকে বড় পর্দায় দেখা যায়নি। অবশেষে এই অভিনেত্রীর বড় পর্দায় অভিষেক হচ্ছে। তার প্রথম নায়কের নির্মিত ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় আসছেন তিনি। আগামী ২১শে ডিসেম্বর মুক্তি পাবে শাহরিয়ার নাজিম জয়ের নির্মিত ‘অর্পিতা’ চলচ্চিত্রটি। এটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ছন্দা। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে। গল্পে দেখা যাবে, অর্পিতা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। জীবনের সঙ্গে নানা সংগ্রাম করে তাকে এগিয়ে যেতে হয়। তবে শেষ পর্যন্ত তার কী হয় সেটি জানার জন্য সবাইকে ছবিটি দেখার অনুরোধ করেন ছন্দা। এই চলচ্চিত্রে কেন অভিনয় করা হলো? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকে আমি অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। কিন্তু বিভিন্ন কারণে করা হয়নি। এই ছবির জন্য জয় আমাকে বেশ কয়েকটি গল্প শোনায়। সেখান থেকে এই গল্পটি পছন্দ করি। আগে চলচ্চিত্রে কাজ করা না হলেও এ মাধ্যমটির প্রতি দুর্বলতা ছিল। এছাড়া জয় আমার প্রথম নায়ক। তার সঙ্গে সখ্যও একটু অন্য রকম। এই ছবিটি করার সময় সব কিছু স্বপ্নের মতো মনে হয়েছিল। এখন দর্শক ছবিটি গ্রহণ করলেই আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। এদিকে এই অভিনেত্রী আরো একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন বলে জানান। নতুন বছরের ফেব্রুয়ারিতে নার্গিস আক্তারের ‘যৈবতি কন্যার মন’ নামের চলচ্চিত্রে তাকে দেখা যাবে। ভালো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। ছন্দা বর্তমানে টিভি নাটকে ব্যস্ত সময় পার করছেন। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত এসএম সালাহউদ্দিনের ‘মায়া মসনদ’, এটিএন বাংলায় মোহন খানের ‘নীড় খোঁজে গাঙচিল’ শিরোনামের দুটি ধারাবাহিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status